ক্ষমা করো প্রিয় নদী,
তোমার বুকে রাজকন্যা সমেত মুয়ূরপঙ্খী
ভাসাতে পারিনি বলে।
ক্ষমা করো-চন্দ্রিমা উদ্যান,
ধানমন্ডি লেকের আলো-আঁধারী সন্ধ্যা,
লক্ষ্মীপেঁচার কন্ঠে জেগে থাকা অজস্র রাত,
ক্ষমা করো...
তোমাদের অমরত্ব দিতে পারিনি বলে।
ক্ষমা করো অবিন্যাস্ত চুলের বেদে কন্যা,
তোমাকে দুটো টাকা দিতে পারিনি বলে,
হয়তো তোমার অভিশাপে ম্লান হয়েছে
চন্দ্রিমার কড়কড়ে দুপুর, কালীমা লেপ্টে
আছে ক্রিসেন্ট লেকের টলমলে জলে।
ক্ষমা করো ব্যাকব্রাশ হোটেল বয়,
গরম গরম তন্দুরী এগিয়ে দিতে দিতে
তোমার চোখ ও মনে হয়েছিল যে ভাবনার উদয় ,
সেটা সত্য করে দিতে পারিনি বলে...
ক্ষমা করো আজীজের দোকানী
ট্রায়াল রুম, লাল পাঞ্জাবী, সবুজ ফতুয়া,
তোমাদের যা কিছু বলেছিলাম তার সবটুকু
নিছক বানানো- বানোয়াট গল্প ছিল বলে....
ক্ষমা করো মানব জীবন
নষ্ট যৌবনে মানুষ হতে পারিনি বলে..
মানুষের যা কিছু মহত্ব তারে করেছি অপমান,
আমার হৃদয় বিদীর্ন হলেও চিৎকার করে
গাইতে পারিনা দুঃখ জাগানিয়া গান।
ক্ষমা করো..
জীবনের যত ব্যার্থতা চোরাবালির অভিশাপ,
রোগ ও শোকের স্যাঁতস্যাঁতে শয্যা,জরাজীর্ন
হাভাতে কঙ্কাল,চোখের কোনে শুকনো বিলাপ.....
ক্ষমা করো-
বুড়ো রিকশাওয়ালা চাচা,
রাস্তার মোড়ে শৌন্য চোখের চা'ওয়ালী চাচী;
একদিন দুপুরে তোমাদের শুনানো সেই গল্পটা
আরেকটা নতুন গল্প হয়ে গিয়েছে বলে...
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৭