প্রিয় বন্ধুরা নিচে রইল আপনাদের জন্য একটি মজার প্রশ্ন/বক্তব্য মালা। প্রত্যেক প্রশ্নের উত্তর হ্যা এবং না তে দিতে হবে। হ্যা হলে পাবেন ১ নম্বর আর না হলে ০। আপনার নিজের স্কোর কমেন্টে লিখুন। এই বিষয়ক পরবর্তী পোষ্টে খুলে দেবো সমস্ত রহস্যের জট। বিশ্বাস রাখুন হতাশ হবে না। (যারা রহস্য/উদ্দেশ্য আন্দাজ করবেন তারা ইনবক্স করুন)। আপনাদের সহযোগীতা একান্ত কাম্য।
১. রাজনীতিবিদরা ফাঁকা বুলি আওড়ায় শুধু। কাজের চেয়ে কথা বেশি বলে যারা তাদের প্রতিহত করবো।
২.সময়টা কথার নয় এ্যাকশনের।
৩.আমরা বাইরে হিন্দু মুসলমান খ্রীষ্টান বৌদ্ধ্য আদিবাসী হতে পারি কিন্তু আমাদের সবার শরীরে দেশপ্রেমিকের রক্ত। সেই রক্তের রং লাল।
৪.আমরা সবাই স্বাধীন রাষ্ট্রের অধিবাসী এবং আমরা সবাই সেই লাল সবুজের পতাকাটাকেই সালাম করি।
৫. উত্তরের তেতুলিয়া থেকে টেকনাফের সমুদ্র পর্যন্ত যে শিশু আজ জন্মগ্রহণ করল এবং যারা একটা স্বপ্ন নিয়ে খোলা আকাশের দিকে তাকালো তারা সবাই মহান স্রস্টার সৃষ্টি।
৬.বাংলাদেশের যে প্রান্তে যে যেখানেই আছেন যেভাবে আছেন, শুনে রাখুন আপনাকে কেউ নগণ্য ভাবার সাহস করবে না।
৭.ঢাকায় বসে যারা সমস্ত লাভ আর ক্ষমতার কেন্দ্রে থাকেন তাদের দূর করবো, জনগণের কাছে ক্ষমতা এবং সম্পদ ফিরে যাবে।
৮.সমস্ত কলকারখানা চালু হবে, নতুন পণ্য তৈরি হবে, নতুন কর্মসংস্থান হবে।
৯.বাংলাদেশী পণ্য কিনুন, বাংলাদেশীকে চাকুরী দিন
১০. আমরা আমাদের সীমান্ত রক্ষা করবো, কাউকে মাতবরি করতে দেবো না।
১১. আমরা আমাদের বাজার রক্ষা করবো, কাউকে মাতবরি করতে দেবো না।
১২. আমাদের দেশ আবার উন্নত হবে আবার বিকশিত হবে
১৩. আমাদের দেশ আরো উন্নত হবে ভবিষ্যৎ এর দিকে এগিয়ে যাবে
১৪. সকল বিভেদ মুছে আমরা গর্বিত জাতি হয়ে উঠবো।
১৫. কাউকে বলতে দেবেননা যে আপনি পারেন না। কোন কিছু আমাদের দাবিয়ে রাখতে পারবে না।
১৬. আমাদের লুট হয়ে যাওয়া সম্পদ ও মেধাকে ফিরিয়ে আনবো।
১৭. সকল প্রকার সন্ত্রাসবাদ দূর করবো।
১৮. সবাই মিলে আমরা দেশটাকে গড়বো, আরো শক্তিশালী করবো, সবার জন্য নিরাপদ করবো, জাতি হিসেবে গর্বিত হবো, এবং অবশ্যই এই বাংলাদেশটাকে আমরা সোনার বাংলা করবো।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৫০