
ব্লগে বিনোদনের সবচেয়ে বড় উৎস হচ্ছে লুলুরা।আর লুলুদের লুলানোর সুযোগ দেয় সাইয়া এন্ড অতি আধুনিক আফুনিরা

১.প্রথম পাতায় কোন আফুনির পোস্ট পড়তে দেরী এরা কমেন্ট করতে দেরী
২..একই বিষয়ে ধরুন ইভটিজিং নিয়ে কোন ছেলে পোস্ট দিল এবং কোন মেয়ে পোস্ট দিলো এরা মেয়েটির পোস্ট লাইন বাই লাইন সহকারে কমেন্ট দিবে অথচ ছেলেটির লেখাটিতে এরা কোন রকম দায়সারা কমেন্ট কিংবা পোস্টের ভুল খুজে বেড়াবে।
৩.মেয়েদের পোস্টে একলাইনের পোস্টেও এরা ঘন্টার পর ঘন্টা কমেন্ট করে যাবে ।
৪.মেয়েদের পোস্টে এরা নিজেদের ইয়াহু,জিমেইল আইডি দিবে।
৫..আজ মন ভাল নেই,বাইরে প্রচন্ড বৃষ্টি,আমার বোন আমাকে হেনতেন বলে ক্ষেপায় ইত্যাদি পোস্টে এরা বেশ সোচ্চার।
৬..কোন মেয়ে কোন সাহায্য চাইতে দেরী পারুক না পারুক ঝাপাইয়া পড়বে।
৭..এরা আফুনিদের জম্মদিনের খোজ পাইলে ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে পোস্ট দিবে ।
৮..কোন আফুনি চলে গেল কোন আফুনির দাঁত ব্যাথা এইসব তাদের ম্যামোরিতে ঢেউ মারতে থাকে ।আফুনিদের ফিরে আসার পোস্ট দিবে আফুনিদের দাঁত ব্যাথা ভাল হয়ে যাওয়ার জন্য পোস্ট দিয়ে দোয়া করার আহবান জানাবে ।
৯..ছেলেরা ইংরেজী পোস্ট দিলে বলবে বাই ডিফল্ট মাইনাস আর আফুনিরা ইংরেজী পোস্ট দিলে বলবে প্রশংসায় ভাসিয়ে দিয়ে বাংলায় পুরো পোস্ট কমেন্টে লিখে দেয়।
১০.এরা ব্যাক্তি জীবনে কয়েক বাচ্ছার বাপ হলেও এরা ব্লগে অবিবাহিত ।এমন ভাব ধরে থাকে যে এদের কুমারত্ব কোন নারী হরন করতে পারেনি
১১.এরা আফুনিদের কাস থেকে তার লেখা কবিতা চাইবে, তার অনলাইন ম্যাগাজিন এ ছাপানোর জন্য।( ওসিরিস টিমোন )
আরো কিছু থাকলে এড করুন।কৃতজ্ঞতা সহকারে পোস্টে এড করা হইবে।

সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১০ রাত ১:৫২