মনপুরা মুভিতে একটা ডায়ালগ ছিলো যে, গাজী বেটারে তুমি চিনো না, বেশি ফাল পাইরো না। এদিকে ব্লগের গাজীকে সবাই চিনে, যারা লাফালাফি করে তারা ব্যবস্থা নেয়,গাজী কিছু করতে পারে না,ব্যান খেয়ে খেয়ে ফিরে আসে শুধু।
বাংলা ব্লগে আজ গাজীকে খুজতে গিয়ে দেখি, ইংরেজী লেখা ' Sorry,blog has been suspended ' উনি রুলস ভেঙেছেন তাই উনাকে ভেঙে দিয়েছে কর্তৃপক্ষ। কথা হলো, কে কে খৃশি হয়েছেন? মিলাদ দিয়েছেন নাকি কেউ কেউ? আপদ গেলো, ব্লগে এখন জান্নাতের ন্যায় সুবাতাস প্রবাহিত হবে,এমন কারা ভাবছেন?
দেশ,জাতি, সমাজ নিয়ে উনার লেখাসমূহ কি কারও কারও চুলকানির উদ্রেক ঘটায়, নাকি কমেন্ট জনিত সমস্যাই একমাত্র কারণ।কোথাও কি কিছু ফাঁস হয়ে যায় নাকি, ইগোকে হিট করে কিছু? যাই হোক উনি চিরতরে কবে যাবেন কেউ জানলে ব্লগে খবর আসবে, তবে আপাতত ব্লগে নেই, নতুন 'গাজী লোডিং হচ্ছে কিনা তাও জানার উপায় নেই।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:৫২