এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে মার্কিন সেনারা আইএস সদস্যদেরকে হেলিকপ্টারে করে দ্বিতীয় দফায় নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিল। তবে এ দফায় কতজন সন্ত্রাসীকে নিরাপদে নেয়া হয়েছে তা স্পষ্ট নয়।
ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-জোর প্রদেশের আত-তাবানি শহর থেকে গত শনিবার আইএস সন্ত্রাসীদেরকে মার্কিন হেলিকপ্টারে করে নিরাপদ স্থানে নেয়া হয়। এ অভিযানে মার্কিন সমর্থিত কুর্দি বাহিনী ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স’ সঙ্গে ছিল বলে সিরিয় সূত্র থেকে জানানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক প্রতিবেদনে বলেছিল- দেইর আয-জোরের একটি অস্ত্র গুদাম থেকে পাঁচজন আইএস সন্ত্রাসীকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছিল মার্কিন বাহিনীর হেলিকপ্টার।এর মধ্যে মিশরের তিন সন্ত্রাসী ও একজন বিদেশী বোমা বিশেষজ্ঞ ছিল।
ওই এলাকায় দায়েশ সন্ত্রাসীদের অবস্থানের খুব কাছাকাছি রয়েছে সিরিয়ার সেনারা এবং পাশের একটি মরুভূমিতে বিপুল সংখ্যক আইএস সন্ত্রাসী ঘেরাওয়ের মঝে রয়েছে।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১৬