শুরুতে অডিয়েন্সে বসে অপেক্ষা করার সময় সুন্দর সুন্দর কিছু মিউজিক শুনলাম।
শো শুরু হবার পর দেখলাম, বেশ স হজে বোঝা যাচ্ছে। কিছু কিছু অংশ বেশ ভালো লেগেছে।
যেমন .. নাহ এভাবে লিখলে হাসি পাবেনা, বরং মনে হবে এ্যাতো সাধারণ বিষয়ে হাসির কি আছে? তারপরও বলি, একটা অংশে ছিলো 3জন মুজুরের গল্প। যাদের কথা শুনে মনে হয়, তারা প্রত্যেকেই মনে করে তারা কোনো বড় বংশের বংশধর, কালের আবর্তনে আজ এই দুরাবস্থা। একজন সেটা জেনেছে সিনেমা দেখে। কারণ ছবির সব ঘটনা তার পরিচিত মনে হচ্ছিলো!!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০