ছোট বেলায় সবাই আমাকে ডানপিটে বলত (আমি তা মানিনা)। কারন আমার দৌড়াদৌড়ি আর চন্চলতায় সবাই ছিল বিরক্ত (আত্নীয় স্বজনের কথা বলছি)। স্কুলে গাছে উঠতাম (কিছুদুর উঠতে পারতাম, বেশি না) বলে বলত কলমি (একটা নাটকের চরিত্র, আমার পছন্দ ছিল না)।
কিন্তু আসলে আমি দৌড়ে মোটেও ভাল ছিলাম না। কখনও কারো সাথে দৌড়ে পারিনি। ভুলেও স্পোর্টসে দৌড়ের কম্পিটিশনে যাইনি। এ্যানুয়াল ফাংশনে যখন স্পোর্টসের পুরস্কার ঘটি-বাটি জগ দেয়া হতো, তখন সেগুলোর দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর উপায় থাকত না। পুরস্কার আমিও পেতাম, তবে সেটা হতো বই। আমি জানি বইয়ের উপর উপহার হয় না। কিন্তু ঘটিবাটির উপরও আমার লোভ কম না। দৌড় দুরে থাক।, এখন তো জোড়ে হাটতেও পারিনা। ভাবছি রানিং মেশিন কিনব...। ভুড়ি কমাতে হবে।

আলোচিত ব্লগ
=বৃষ্টি এলেই মন নরম নরম=
যত বিতৃষ্ণা এক লহমায় যায় দূরে চলে, বৃষ্টি এলেই,
কী ফুরফুরে হাওয়া বয় দেহ জুড়ে, ভালো লাগে আমার
ভালো লাগে জমানো কর্মে মন দিতে,
দেহ যেন পাখিরর পালক, ছুটোছুটিতে নেই ক্লান্তি;
আমি... ...বাকিটুকু পড়ুন
বিধির খেলাঃ ওরা মারছে একটা, যাচ্ছে ৫টা!
(লেখাটা না পড়লেও ছবি গুলো দেখুন, টাকোমা ওয়াশিংটনের পাশেই একটা শহর এবং সেই শহরের কিছু রাস্তাঘাটের দৃশ্য) উন্নত দেশ/শহর বলে দাবী করা দুনিয়ার নানান শহরের দৃশ্য দেখলে আমার মনে অনেক... ...বাকিটুকু পড়ুন
জাতীয় সার্কাস দল!!
আওয়ামিলীগ আমলে আওয়ামি মন্ত্রী এম্পিরা বিনোদনবঞ্চিত :( এই দেশের জনগনকে বিনোদিত করত তাদের বিভিন্ন মন্তব্যের দ্বারা। এখন এই স্থান একছত্রভাবে দখল করেছে বিএনপি !! দুই রাজনৈতিক দলের নেতাদেরই... ...বাকিটুকু পড়ুন
ঘুষ ইজ গুড ফর হেলথ !
সিরাজদিখানের মাহফুজুর রহমান সাহেবের কান্ড দেখে মনে হলো, তিনি ব্রিটিশ আমলের একটা গল্প খুবই সিরিয়াসলি নিয়েছেন। গল্পটা পুরনো, কিন্তু ঘুষখোরদের মধ্যে এখনো জনপ্রিয়। এক ব্রিটিশ ম্যাজিস্ট্রেট বাংলায় দুর্বল,... ...বাকিটুকু পড়ুন
প্রিয় কন্যা আমার- ৭৪
প্রিয় কন্যা আমার-
ফারাজা, তুমি কি শুরু করেছো- আমি কিছুই বুঝতে পারছি না! রাতে তুমি ঘুমানোর আগে ঘুমানোর দোয়া পড়ে ঘুমাতে যাও। প্রতিদিন তোমার মুখে ঘুমের দোয়া শুনতে... ...বাকিটুকু পড়ুন