শুনেছি, ছোট বেলায় নাকি আমি খুব মিশুক ছিলাম, যে কারো সাথে বন্ধুত্ব করতে পারতাম। আমার তো মনে পড়ে না। বরং সব সময়ই আমার মনে হয়েছে সব জায়গাতেই সবাই কিভাবে কিভাবে যেন গ্রুপ করে ফেলে, আমি একা হয়ে যাই। কারো সাথে কথা বলতে বা মিশতে আমার কোন অসুবিধা হয়না। তা সে যে ধ্যান ধারনারই হোক না কেন। তাহলে যখন সবাই দল বানায়, আমি কোথায় থাকি?
এইচ এস সি পাস করার পর কলেজে কিছু বান্ধবি, (যারা একসাথে স্কুলেও পড়েছিল,) এক জায়গায় হলাম। কথায় কথায় বললাম, কিভাবে বান্ধবী বানাতে হয়? রপি বলল, এটা কোন ব্যাপার? একজনকে টার্গেট করবা, তারপর তার কাছে গিয়ে পিঠের উপর বিশাল এক থাবরা বসিয়ে দিয়ে বলবা, আরে দোস্ত! কি খবর? তারপর ঐ মেয়ে যেখানে যায়, সব সময় পিছে পিছে সেখানে যাবা। বাস বন্ধু হয়ে গেল। তারপর ও যাদের সাথে মিশবে, তোমারও তাদের সাথে মিশা হয়ে যাবে। হয়ে গেল দল।
আইডিয়া পছন্দ হলো। তবে একটু সেনসর করে পিঠে বাড়ি দেয়ার চিন্তাটা বাদ দিলাম। ইউনিভার্সিটিতে এভাবে আমি বন্ধুত্ব করার চেষ্টা করলাম। চেষ্টা সফল হলো। আমরা ৩ বান্ধবী সব সময় এক জায়গায় থাকতাম।

আলোচিত ব্লগ
ছায়ার রক্তচোখ: ক্রোধের নগর
ষড়ঋপু সিরিজের দ্বিতীয় কাহিনী ”ক্রোধ”
রাত্রি নেমেছে শহরের উপর, কিন্তু তিমির কেবল আকাশে নয়—সে বসেছে মানুষের শিরায়, দৃষ্টিতে, শ্বাসে। পুরনো শহরের এক প্রান্তে, যেখানে ইট ভেঙে পড়ে আর... ...বাকিটুকু পড়ুন
প্রিয় কন্যা আমার- ৭৪
প্রিয় কন্যা আমার-
ফারাজা, তুমি কি শুরু করেছো- আমি কিছুই বুঝতে পারছি না! রাতে তুমি ঘুমানোর আগে ঘুমানোর দোয়া পড়ে ঘুমাতে যাও। প্রতিদিন তোমার মুখে ঘুমের দোয়া শুনতে... ...বাকিটুকু পড়ুন
তুমি আমি আর আমাদের দুরত্ব
তুমি আর আমি
দুই বিপরীত মেরুতে দাঁড়িয়ে,
নেই কোন লোভ চুম্বনের ,
ছোঁয়ারও কোন প্রয়োজন নেই
অথচ প্রতিটি নিঃশ্বাসে কেবলি তুমি।
তোমার হাসি সুবাসিত নয়,
কিন্তু সে আমায় মাতাল করে
যেন তরংগ বিহীন কোন সুর বাজে
মন্থর বাতাসে,... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। নববর্ষের শোভাযাত্রা নাম বদল করছি না, পুরোনো নাম–ঐতিহ্যে ফেরত যাচ্ছি: ঢাবি উপাচার্য
পয়লা বৈশাখে ফি বছর চারুকলা অনুষদ আয়োজিত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, ‘আমরা নাম পরিবর্তন করছি না। আমরা পুরোনো নাম... ...বাকিটুকু পড়ুন
'৭৪ সালের কুখ্যাত বিশেষ ক্ষমতা আইন বাতিল এখন সময়ের দাবী !
বিগত আম্লিক সরকারের আমলে যে কুখ্যাত আইনের অপব্যবহার করে প্রতিপক্ষকে কোনো অভিযোগ ছাড়াই আটক করে গায়েব করার চেষ্টা চলতো তা হলো ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন। এই আইন ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন