আমার আম্মার সখ হলো বাগান করা। উনি টবে এতো গাছ লাগিয়েছেন যে বারান্দায় আর হাটা যায় না। না না জাতের গাছ এলোমেলো ভাবে রাখা (এলোমেলো কথাটা আম্মা মানেনা)। একেবারে সুন্দর বন। ভিতরে ঢুকতে গেলে কাটায় জামা ছিড়ে যেতে পারে। আমাকেও একটা গাছ কিনে দিয়েছিলেন। আমি পানি দিতাম, মাটি খুড়ে দিতাম, সার দিতাম। সুতরাং হবি বলতে বাগান করা বলা যায় (হোক না একটা গাছ নিয়ে)। রচনাতেও তাই লিখতাম (গাছের সংখ্যা না বলে)।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০০৮ দুপুর ১:৫২