অনেক সময় দেখা গেছে, কারো কাজ, কথা আমার পছন্দ না। যার আচরনে আমি ধরে নিয়েছি, আমার সম্পর্কে এর ধারনা ভালোনা, এ আমার ভালো চায় না। পরে দেখা গিয়েছে, আমার বিপদে সেই আমার পাশে এসে দাড়িয়েছে, আমার হয়ে কাজ করেছে। আমি মুগ্ধ। এতো দিন কোথায় ছিল এ? আমার অন্ততরের অন্তস্থল থেকে রইলো তার জন্য দোয়া।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০