আমার একটা স্বভাব হলো, আমি কারো কাছে কোন কিছু 2 বার চাইনা। আমার মনে হয় কারো দেয়ার ইচ্ছা থাকলে না চাইতেই দিবে। যদি বুঝতে না পারে যে আমার দরকার, তাহলে আমি একবার মনে করিয়ে দেই। এরপর দেয় তো দিবে, না দিলে ধরে নিব দেয়ার ইচ্ছা নেই।
ফলাফল খুব খারাপ। জীবনে একবার চেয়ে কমই পেয়েছি।
এই কাজটা সব ক্ষেত্রেই করি। কাউকে একবার কল করলে যদি সে লাইন কেটে দেয় তো আর করিনা, একবার মেসেজ পাঠিয়ে রিপ্লাই না পেলে আর মেসেজ পাঠাই না। একবার ইমেইল এর রিপ্লাইনা পেলে আর পাঠাই না।
কিন্তু এই কাজ তো আমি আমার প্রফেশনাল লাইফে করতে পারিনা। এখানকার নিয়ম হচ্ছে যতক্ষন না কাজ উদ্ধার হবে, আমাকে চেষ্টা চালিয়ে যেতে হবে।
আমার ভাগ্নে একবার কিছু বললে সেটা না করা পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। এবং ওর সফলতার হার 98%। তাই ভাবছি, ওর মতোন হবো (ভাল লাগে না কারো পিছনে লেগে থাকতে)। অন্তত: প্রফেশনাল লাইফে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০