তারপরও মন চায়, প্রিয় কেউ পাশে থাকুক। সব সময় সাথে কাজ করবে ঠিক তা না। আমার আশে পাশে থাকলেও চলে। যখন এমন কেউ আশে পাশেও থাকে, হয়ত নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, তারপরও আমার মন খুশিতে কিরকম যেন ভরে ওঠে। আপন মনেই হয়তো নাচতে থাকে। সে সময়, আমি যাই করিনা কেন, খুব ভালো ভাবে আনন্দের সাথে করতে পারি। হয়ত যার জন্য এতো আনন্দ, সে টেরও পায় না...
উদাহরণ দেই, যেমন ব্লগে কাউকে কাউকে খুব ভালো লাগে, আমি যখন ওনলাইনে থাকি, তখন যদি তারাও অনলাইনে থাকে, খুব ভালো লাগে ব্লগে পোস্ট করতে, কমেন্ট করতে। অথচ তাদের সাথে কোন কথাও হয় না....
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০