ওকে অনেকবার শানটিং দিয়েছি, "আমার ভালো মন্দ দুরে থাক, আমার নামও তুমি কারো কাছে করবে না" । ও মাথা নেড়ে বলত, "আচ্ছা"। এতে আমি খুব একটা ভরষা পেতাম না, আমি জানি ও যখন কারো কথা এড়াতে চায়, বলে "আচ্ছা"।
পরের দিন টি এস সির সামনে একটা ছেলের সাথে দেখা হলো, ও পরিচয় করিয়ে দিল, ওর বন্ধু। ভালো কথা। ছেলেটা আমার কথা শুনেই বলল, "ও আপনি? আপনার কালকে জেবা খুব বলছিল...."।
ছেলেটার দিকে মুচকি হেসে, জেবার দিকে তাকালাম। ও তখন ঘাসের মধ্যে কি যেন খুজছে। ও বুঝতে পেরেছিল, এখন আমার দিকে তাকালে ভস্ম হয়ে যাবার একটা সম্ভাবনা আছে...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০