ফলাফল সব সময়ই বন্ধুদের কারো না কারো বেল মাথায় পট্টি বেঁধে ঘুরতে দেখতাম (এবং নিজেও ঐ অবস্থায় পড়তাম)।
আমার বয়স যখন 3/3.5 (মনে নেই শোনা কথা) তখন আম্মা প্রায়ই মাথা কামিয়ে দিতেন। ব্যাপারটা এতো স হজ ছিলোনা, আমি খুব চনচল মেয়ে ছিলাম (এখন আত্মীয়রা অবাক হয়ে বলে, এই মেয়ে এতো ঠান্ডা হলো কি করে?)। শুতরাং জেগে থাকতে মাথায় ব্লেড চালানো অসম্ভব, তাই ঘুমালে আম্মা তার অপারেশন বেল শুরু করতেন। দেখা যেত প্রায়ই পুরো মাথা খালি করার আগেই আমার ঘুম ভেংগে যেত। আমি ঐ অর্ধেক কামানো মাথা নিয়েই পাড়া ঘুরে বেড়াচ্ছি (কারো হাসাহাসি নিয়ে আমার মাথা ব্যাথা ছিলোনা তখন, এখনও নেই)। পরে আবার ঘুমালে আম্মা আবার শুরু করতেন, এভাবে একটু একটু করে পুরো মাথা খালি করতেন। (ক্লোজআপহাসি)