ক্লাস টেন এ আমরা বিদায়ী ছাত্রীরা একটা পিকনিক গেলাম (ট্র্যাডিশন)। সেটা ছিল হেডমিস্ট্রেসের রিটায়ার্ডের বছর। উনি তখন বেশ চুপচাপ ছিলেন। খাওয়া দাওয়ার পর শুরু হলো খেলা। একটা বক্সে অনেক গুলো কাগজের টুকরো রাখা হলো। একজন একজন করে একটা তুলছিল, যার ভাগ্যে যেটা আসে, সে সেটাই করে দেখায়।
এক কন্যার উঠলো, "কাউকে নকল করে দেখাও"।
কন্যা হঠাৎ ভয়ানক স্বরে চেঁচিয়ে উঠলো, "এই, সব বান্দরের বাচ্চারা, মানুষের বাচ্চা হও, মানুষ হও"। সবাই হো হো করে হেসে উঠলো, হেডমিস্ট্রেস অতি কষ্টে একটু হাসলেন, কারন ঔ মেয়ে অবিকল তাকে নকল করেছিলো।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০