এখানে দেখা যায় গোলমাল টা বাঁধে যুক্তি তর্কের সময়। দেখা যায় কেউ হয়ত গলা চড়া করে কথা বলে, যুক্তি না থাকলেও ওরটা অন্যের মেনে নিতে হয়, কেউ যুক্তিতে না পেরে ব্যক্তিগত আক্রমন করে, কেউ যেটার উত্তর যানেনা সেটা এড়িয়ে অন্য কথা টেনে আনে আটকানোর জন্য, কারো চিন্তা চেতনা "তাল গাছ আমার" নীতিতে চলে, মানে তোমরা যত খুশি মামলা মোকড্ডমা করো, তাল গাছ আমার।
আমি কি করি? কারো কথার উপর কথা বলা ভালো মনে করিনা, তাই অপেক্ষা করি, শেষ করতে দেই ও কি বলতে চাচ্ছে। অন্যকে সুযোগ দেই যা বলার বলতে, এতে দেখা যায়, যা হয়তো আমি বলতাম সে বলে দিচ্ছে, আমার আর বলতে হলোনা, একই কথা বার বার বলার তো দরকার নেই। একারনে সবাই যখন কথা বার্তা বলে চুপ করে, তারপর আমি বলি, যেটা বাকি আছে, আর কেউ বলেনি।
তর্ক আমি একদমই করিনা, যদি বুঝতে পারি যে আমার সাথে আছে, তার কোনো ইচ্ছাই নাই আমার কথা রাখার, শুধু শুধু তর্ক করে লাভ কি। যা মন চায় বলুক, খুশি থাকুক।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০