একটা উদাহরণ দেই, স্কুলে জীবনে কোনো দিনো সব ক্লাসের পড়া পড়ে ক্লাসে যাইনি, কখনোও পরীক্ষার আগের রাতে ছাড়া একটানা পড়িনি। কেমন যেন একটু গা-ছাড়া ভাব ছিলো। ক্লাস 8 এ বৃত্তি পরীক্ষার টেস্ট হলো। আমার ধারনা ছিলো, আমার মতোন ছাত্রীর অন্তত: পরীক্ষা দেয়ার পারমিশন পাওয়া উচিত। কিন্তু রেজালট বের হবার পর দেখলাম আমি টিকিনি। আমার প্রথম ব্যর্থতা। মাথা খারাপের মতোন হয়ে গেল, আমি টিকিনি!! বাসায় কি বলব? রিকশা দিয়ে বাড়ি ফিরছি। আগে রাস্তার আশে পাশে কি হচ্ছে না হচ্ছে খুব মনোযোগ দিয়ে দেখতাম, এখন মনে হলো দুনিয়ার কোনো কিছুই আমার জন্য না, আমি ব্যর্থ। কি যেন হয়ে গেল, টিভি দেখা, গান বাজনা, খেলা, গল্প সব বন্ধ করে দিলাম। একটাই চিন্তা, এসব আমার জন্য না। শুধু পড়লাম। বৃত্তি পরীক্ষার টেস্ট আর ফাইনাল পরীক্ষার মধ্যে কতদিনের পার্থক্য ছিল মনে নেই, তবে বেশিদিন না (বেশিদিন হলে আমার কি হতো কে জানে)। ফাইনার পরিক্ষার রেজালট দেখে সবাই অবাক হয়ে গেল। আমার অবস্থান যেখানে প্রথম 40 জনের মধ্যে ছিলোনা, সেখানে আমি হলাম 2য়!
ক্লাস 9এ সাইন্স নিলাম না (আম্মা বললেন অংকে তো তুমিভালো না, সাইন্স নিয়ে লাভ নেই), আর্টসে ঢুকলাম, 1স্ট যে হয়েছিলো ও গেল সাইন্সে। তাই আমার রোল হলো 1 (জীবনে প্রথম বারের মতোন)।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০