০১। সময় এসেছে ধর্ষণ আর মিউচুয়াল সেক্সের সংজ্ঞা কে আলাদা করার। মিউচুয়াল সেক্সের পর কেউ যদি প্রতারিত হয় তাহলে সেটি ধর্ষণের অন্তর্ভুক্ত হবে কিনা এবং হলে তার শাস্তি কি হবে তা নির্ধারিত করার।
মিউচুয়্যাল সেক্সের ক্ষেত্রে ঘটনার পারিপাশ্বিকতা যাচাই বাচাই করে শাস্তি দিতে হবে।
কিন্তু মিউচুয়াল সেক্স ব্যতীত কেউ ধষর্রণের স্বীকার হলে অবশ্যই কঠোর (মৃত্যুদন্ড) শাস্তির বিধান থাকতে হবে।
০২। ১৮ বছর বা তদুর্দ্ধে কোন মেয়ে (নিচেও ধরা যেতে পারে) যদি নিজ ইচ্ছায় কোন ছেলের সাথে মিউচুয়াল সেক্স করে ঘটনার দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর মানুষিক দ্বন্দের কারণে উক্ত ছেলের প্রতি ধর্ষনের অভিযোগ করে তাহলে সেই অভিযোগ ধর্ষণ হিসেবে না নিয়ে সাধারণ অভিযোগ হিসেবে আমলে নিতে হবে এবং অভিযোগকারী এবং অভিযুক্তের বক্তব্য শুনে আর্থিক জরিমানা করা যেতে পারে। অনেক মেয়ে বিয়ের প্রলোভনের কথা বলে থাকেন। এক্ষেত্রে সেটি প্রত্যারণা হিসেবে ধরতে হবে এবং সে অনুযায়ী শাস্তি দিতে হবে। তবে একজন প্রাপ্ত বয়স্ক মেয়ের ক্ষেত্রে শারীরিক সম্পর্কের পূ্র্ব শর্ত হিসেবে বিয়েকে নির্ধারণ না করাই উচিৎ। মেয়ে যদি মনে করে প্রত্যারিত হওয়ার সুযোগ আছে তাহলে আগে বিয়ে করে নিবে তারপর শারীরিক সম্পর্ক করবে।
৩। ভালবাসার দুটি সংজ্ঞা দরকার। ক. একটি হলো অবিবাহিত/বিবাহিত যুবক-যুবতির মানুষিক এবং শারীরিক সম্পর্কিত ভালোবাসা। যেমন; রহিম মিয়ার ছেলের সাথে করিম মিয়ার যুবতী মেয়ের ফিসফাস, পার্কে অবৈধ মেলামেশা ইত্যাদি।
খ. অপরটি হলো এই ধরণের ভালবাসা ব্যতীত দুনিয়ার তাবৎ সব ভালোবাসা, যেমন; সন্তানের প্রতি মা-বাবার ভালোবাসা, ভাইয়ের প্রতি বোনের ভালোবাসা ইত্যাদি। একেক্ষেত্রে 'ভালবাসার' আগে বিশেষণ যোগ করা যেতে পারে-
(ক) একমুখী/ব্যক্তি বিশেষ ভালবাসা।
(খ) সার্বজনীন ভালোবাসা।
৪। আজ পর্যন্ত এমন কোন মহিলাকে খুঁজে পেলাম না, যে পরপুরুষের সাথে দীর্ঘদিন পরকীয়া করে ব্রেকআপের ( ছাড়াছাড়ি) পর উক্ত পরপুরুষের প্রতি বিয়ের প্রলোভন দেখিয়ে বা সাধারণভাবে ধর্ষণের অভিযোগ আনতে। এখন প্রশ্ন হলো তারা স্বামী রেখে পরপুরুষের সাথে পরকীয়া করে কেন?
৫। সেক্স হলো প্রাণীর প্রাকৃতিক শারীরবৃত্তীয় জৈবিক চাহিদা (জীব বিজ্ঞানে ভিন্ন সংজ্ঞা থাকতে পারে)। এ চাহিদা পূরণের ক্ষেত্রে সামাজিক স্বীকৃতি বড় ধরণের ইতিবাচক প্রভাব ফেলে। তাই ইহাকে বাণিজিকরণ না করে সামাজিকরণ করলে মানুষের মানবিকতা বা অধিকার রক্ষায় ভাল ফল পাওয়া যাবে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫১