নেবু ভাবে ওর মা একদিন ফিরে আসবে। ট্রেনে কাঁটা পড়া বাকী মানুষ গুলোর মত একদিন রাতের বেলা রেল লাইনে দেখা দিবে।
মতি পাগলা জ্বিন পালা কবিরাজের কথায় পড়ে আছে সাদা বন স্টেশনে, বিশ্বাস নিয়ে আছে একদিন মতি পাগলার হারিয়ে যাওয়া ছেলে ফিরে পাবে।
আকিম স্বপ্ন দেখে নিতুকে নিয়ে সুন্দর একটা সংসার পাতবে, ছামান আলীকে বলে ভাল একটা কাজ নিবে, পক্ষাঘাতে অসাড় শরীরের মা একদিন সুস্থ হবে।
নিতুর মনের মাঝে দ্বিধায় বসবাস আকিম আর জুম্মানের। মন থেকে একদিন জানে একটা মানুষকে ছুঁড়ে ফেলে দিতেই হবে। ডিম বিক্রির ফাঁকে প্রতিদিন ভাবে, মাকে ছেড়ে চলে যাওয়া বাবা, নিতুকে ছেড়ে চলে যাওয়া মা একদিন ট্রেনে করে ফিরে আসবে।
জুম্মান গ্রামে ফিরে আসে পিস্তলে একটা গুলি নিয়ে, শহরে খরচ করেছে তিন গুলির দুইটা।
শ্মশান ঘাটে পাওয়া লাশ গুলোর মত, ছামান আলী সবার বোঝা শোনার বাইরে। সবার কাছে খুব ভাল অথচ ভয়ংকর।
কিছু সুখ, দুঃখ, বিষাদ, বেদনা, হাসি, কান্না, বিশ্বাস, অন্ধ বিশ্বাস, রহস্য আর কিছু আশা, স্বপ্নের উপন্যাস একা আলো বাঁকা বিষাদ। কিছু স্বপ্নের ভেঙে যাওয়া আর নতুন করে স্বপ্ন দেখার উপন্যাস, কিছু সাধারণ মানুষের জীবনের উপন্যাস।
উপন্যাসঃ একা আলো বাঁকা বিষাদ।
লেখকঃ রিয়াদুল রিয়াদ
আসছে বইমেলা ২০১৬ তে।
প্রকাশনী- বর্ষা দুপুর
প্রচ্ছদ- সার্জিল খান
স্টল নং- ৫৬৩-৫৬৪
মূল্য- ১৬০
২৫% ছাড়ে- ১২০
"টুকরো ছায়া টুকরো মায়া" ছিল আমার প্রকাশিত প্রথম উপন্যাস। প্রকাশিত হয়েছিল অমর একুশে বইমেলা ২০১৫ তে। সাইকোলজিক্যাল থ্রিলার ধাঁচের উপন্যাসটির প্রথম মুদ্রণ শেষ হয়ে, দ্বিতীয় মুদ্রণও প্রায় শেষ হয়েছিল। প্রথম উপন্যাস নিয়ে আমার মত লেখকের এতোটা আশা কখনই ছিল না। ফেসবুক আর ব্লগের পাঠকদের জন্যই তা সম্ভব হয়েছিল।
কিন্তু তারপরও এবার আর থ্রিলার ধাঁচে না গিয়ে পুরোটাই জীবন ধর্মী। কতটা কী পেরেছি জানি না। তবুও সবার কাছে দোয়া প্রার্থী। যে ভালবাসা পেয়েছি প্রথম উপন্যাস দিয়ে, সে ভালবাসা যেন থাকে এ উপন্যাসেও
ফেসবুক পেজ
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬