এর আগের ২টি পোস্টে আলোচনা শুরু করেছিলাম আমার বানানো ফোনেটিক-ফিক্সড লেআউটের উপর৷ এখন ওটার ডিটেইলস লিখছি৷ আপনাদের সবাইকে অনুরোধ করবো প্লিজ সেটা দেখবেন ও ফিডব্যাক দিবেন
কিবোর্ডের ছবি:
অক্ষরের বিন্যাস:
যেকোন লেআউটেই আমাদের বাংলা টাইপের জন্যে ৬২টি সিম্বল মাথায় রাখতে হয়৷ (৩৯টি ব্যঞ্জনবর্ণ+১১টি স্বরবর্ণ+১০টি কার-রূপ+হসন্ত+য-ফলা = ৬২)৷ আমি আগেই বলেছি কিবোর্ড মুখস্থ করাতে বাধ্য করাকে আমি সমর্থন করিনা৷ তাই দেখা যাক আমাদের পরিচিত স্টাইলেই কিভাবে মনে রাখা যায়৷
খুব সহজ, আমরা কিভাবে বর্ণমালা মনে রাখি ??? স্বরবর্ণ ও প্রথম ২৫টি ব্যঞ্জনবর্ণ জোড়ায় জোড়ায় এবং বাকিগুলি মনে রাখতে পারিনা সিরিয়ালি৷ ইংরেজীতে কোন বর্ণ লিখতে প্রতিটার করেসপন্ডিং একটা ইংরেজী বর্ণ আছে যেটা আমরা ব্যবহার করি৷ আমার লেআউটে এরকম মিল সাপোর্ট করা হবে৷ এবং তা জোড়ায় জোড়ায়, অর্থাৎ যে বাটনে "ক" আছে সেই বাটনেই "খ" আসবে আবার যে বাটনে "গ" আছে সেই বাটনেই "ঘ" থাকবে৷ একইসাথে স্বরবর্ণগুলি কার-রূপ ও পূর্ণ রূপে একই বাটনে থাকবে। তাহলে প্রাইমারী লিস্টটা হল:
ক/খ=K , গ/ঘ=G , চ/ছ=C , জ/ঝ=J , প/ফ=P , ব/ভ=B , য=Z , এ/ঐ=E , অ/আ=A , ই/ঈ=i , উ/ঊ=U , ঋ=W , ম=M , ন/ণ=N , ভ=V , র=R , ও/ঔ=O , স/ষ=S , ল=L
এবার তাহলে বাকিগুলি৷ "ড়/ঢ়" ২টিকে আমরা একসাথে মনে রাখি কিন্তু "R"-এ "র" চলে যাওয়ায় ৩টিকে একত্রে জায়গা দিতে পারবো না৷ তাই "Q=ড়/ঢ়" হল৷ ঙ/ঞ এই দু'টিকে দেয়া হল "X" এর জায়গায়৷
বাকি থাকলো ত,থ,দ,ধ এবং ট,ঠ,ড,ঢ৷ এখানে হাসিন ভাইয়ার ডেভেলপ করা স্টাইলটা ফলো করে "T" এ ট এবং ত কে, "D" তে ড এবং দ কে দেয়া হল৷ একই সাথে "Y"- এ য় এবং য-ফলাকে জায়গা দেয়া হল৷
বাদ থাকলো শ,ং,ঁ,ঃ, ধ,ঢ,থ৷ থ-কে ক্যাপিটাল-R , ধ-কে ক্যাপিটাল-W এবং শ-কে ক্যাপিটাল L এ দেয়া হল
সবশেষে ঃ=M ঁ=B ং=V (এই কয়েকটাই শুধু মুখস্থ করতে হবে, সমস্যা হবে না আশা করি )
এবার ফোনেটিক ও যুক্তাক্ষর সাপোর্ট। ক/খ এর মত জোড়া কিভাবে লিখা যায় ?? ক=k হলে খ=kh ,তাইনা ?? এখানেও এমন সব ফর্মেশন সাপোর্ট করবে। তাহলে তো আবার সমস্যা, "হ" তাহলে কই যাবে ??? মানে তো "হ"। সিম্পল, "হ" লিখতে হবে "ক্যাপিটাল-H" দিয়ে।
আর যুক্তবর্ণ লিখতে হবে অক্ষরটি বানান করে এবং বর্ণগুলিকে যুক্ত করতে চাপতে হবে হসন্ত। হসন্ত আছে F(ছোট হাতের এফ, বড় হাতেরটায় "ফ" আছে)-এর জায়গায়। মানে স্কুল= স(s) হসন্ত(f) ক(k) উ(u) ল(l)
************
আরো কিছু ব্যাপার আছে সেটা না বলি। টেস্ট করে দেখুন ও ফিডব্যাক দিন প্লিজ
প্রজেক্ট হোমপেজ: http://code.google.com/p/bangla-keyboard-layout/
অনলাইন ডেমো: http://phonetic.sourceforge.net/
নামকরণ:
আর হ্যা, এটার নাম রেখেছি "রোকেয়া" লে-আউট কারণ আমি রংপুরের ছেলে, আমার বাসার খুব কাছেই বেগম রোকেয়ার জন্ম। বেগম রোকেয়া না আসলে এদেশের মেয়েরা ১০০ বছর পিছায় থাকতো। সমাজ তো খালি ছেলেদের দিয়ে না, তাই পুরো সমাজ ১০০ বছর পিছিয়ে থাকতো। আমার মা হয়তোবা শিক্ষিত হতেন না, আমিও তাই হতাম না। একই কথা সবার জন্যেই, তাইনা??? আমি নামকরণের দ্বারা উনাকে ছোট্ট একটা সম্মান দেয়ার চেষ্টা করেছি
আর ওয়েবসাইট তৈরী করেছে "আমড়া কাঠের ঢেকী"। আমি ওর কাছে ভীষণ ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ। পুরো প্রজেক্টে আমার ক্রেডিট যদি হয় ৪০% তাহলে ওর ৬০% কারণ ও অনলাইন ডেমো সাইটটা বানিয়ে দিয়েছে, কিম্যাপটি তৈরী করে দিয়েছে, কোড টেস্টিং করে দিয়েছে। আমি তো শুধু বসে বসে কোড করেছি, এগুলি করা কঠিন ছিল আমার জন্যে। থ্যাংকস থ্যাংকস থ্যাংকস ম্যান :#> :#>
এইতো এ পর্যন্তই........ভাল থাকবেন সবাই