হৃদয়মালতী ,
পদ্মরাগের ঘ্রাণ আমার চাই;
প্রয়োজনে হরতাল হবে
—অনির্দিষ্টকাল—
অবরোধে অবরোধে করে দেব সব ছাই;
—তোমার গরিমা—
শতশত মায়াবী ভ্রম মুছে দিয়ে
তোমাকে আমার করে চাই।
হৃদয়মালতী ,স্মৃতির মরিচায় দানো শান
রুদ্রমূর্তি খুলে ফেল প্রেরণার পালে ওঠুক বান ।
ফিরে এসো বাস্তবতায়
ক্ষণিকের এ্ই জীবনে বসন্ত থাকেনা চিরকাল।
কারাবাস ছেড়ে প্রকাশিত হও
—ভোরের সূর্যের মত—
জেগে ওঠ নাগিনীর ফনা তোলে;
স্মৃতির ধূলিতে পাহাড় গড়েছো যত—যাও ভুলে
গড়েছো —ব্যথার সমুদ্র নিঃসঙ্গতায় জ্বলে জ্বলে্ ।
শ্বাসরুদ্ধ প্রাসাদ ছেড়ে চলে এসো এ্ই দূরে
দূষিত প্রশ্বাস হোক শেষ।
ফুলে ফুলে অবয়ব ঢেকে ঢেকে
— এ কেমন ছদ্মবেশ!
হৃদয়মালতী, হৃদয় তোমার আজ ভুলের উপনিবেশ।
দূর কর যত বাঁধা আছে
তোমার পদ্মরাগের ঘ্রাণ পেতে
প্রয়োজনে হরতাল হবে
অবেরোধ হবে প্রেমের;
আমরণ অনশন হবে
পরোয়া নেই মরণে ।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫০