মাতৃভাষা বাংলার দাবীতে সেদিন রক্ত ঝরেছিল
রাজধানীর রাজ পথে
রফিক জব্বার সালাম বরকত
রক্তলাল করেছেন এ পথ —দৃপ্ত শপথে।
তাদের ত্যাগের প্রতিদানে আজ আমারই বাংলা ভাষা
তাতে লিখছি— পড়ছি— মিটাইছি মনের আশা।
গাইছি মধুর সুরে রবীন্দ্র-নজরুল ,
আজও বাংলা গানে নৌকা-মাঝি উড়াইছেন মাস্তুল।
সময় হয়েছে আজ ৫২র ঋণ শোধের
সবার চেয়ে বাংলা সেরা এই চেতনা বোধের।
সকল ভাষার সেরা সে যে এই সুন্দর পৃথিবীতে,
প্রাণের বিনিময়ে অর্জিত এ ভাষা নিতে হবে হৃদয় পেতে।
যারা সপেছেন প্রাণ গেয়ে বাংলার জয়গান
সম্মানের স্বর্ণশিখরে যেন হয় তাদের স্থান।
হাজার গোলাপ হাস্নাহেনা পলাশ শিমুল রক্তজবা
ভাষা সৈনিকের চরণতলে তাই বিছিয়ে দিলাম ।
সকলভাষার সেরা ভাষা বাংলা আমার প্রাণ
মায়ের ভাষায় বলতে কথা প্রাণ করে আনচান ।
যে জন বাসে না ভালো মধুর মায়ের ভাষা
তার চেয়ে অধম আছে কি কেহ এটাই জিজ্ঞাসা ?
খাটিমানুষ যারা তাদের কাছে মায়ের ভাষাই সেরা।
মায়ের ভাষায় কথা বলে মোরা আনন্দে আত্নহারা ।
------------------------
একুশের চেতনায় উদ্বুদ্ধ হোক বাংলাদেশের সকল মানুষ