আমি বদি।বদের হাড্ডি। আমাকে চেন নি? তুমি যখন অষ্টম শ্রেনীতে পড়।তোমার রূপে তখন আমি দেওয়ানা।তোমাকে প্রেম পত্র দিলাম।তুমি তোমার বাবাকে সেটি দিয়েছো। তোমার বাবা আমাকে তোমার বাসায় ডেকে নিয়ে তারপর কি অপমানটাই না করলো।তোমাদের গেটের সামনে কান ধরে সারা বিকেল দাড় করিয়ে রেখেছিল।সবাই দেখে হাসছিল। তোমাকে আমি ভালবেসেছিলাম। তোমার নবযৌবনে মাতোয়ারা হয়ে গিয়েছিলাম। তোমার অনিন্দ সুন্দর চেহারার প্রেমে মজে ছিলাম। তাই তোমার বাবা শাস্তি দিলেন।তোমার তেমন কোন দোষ ছিল না। তুমি হয়তো বোকামী করেছো। কিন্তু তোমার বাবা।কত বড় অপমানটাই না করলো ।আমার বাবা এসে আমাকে নিয়ে যায় ।তখন যে কি লজ্জায় পড়েছিলাম বোঝাতে পারবো না।
তোমাকে বিয়েটা করে নিই ।তারপর দেখবা জামাই শ্বশুর খেলা। আর তোমার পিয়ারের লোক রাতুল।তাকে একটা ভাল শিক্ষা দিব।তোমারেও শিক্ষা দিব।আমার জানটা তামা করছ তুমি।সোজা আঙ্গুলে তো ঘি ওঠে নাই।আঙুল বাকা করছি ।এখন আমার প্রতি তোমার প্রেম জন্মিয়েছে।তোমাকে দেখলে আমার মাখা আওলিয়ে যায়।তোমাকে না দেখলে আমার জীবন ছাড়খার মনে হয়
রাতুলরে প্যাদানী দিলে তুমি ফুরুৎ করে উড়াল দিবে জানি। আমার ময়না পাখি। তাই তারে কিছু বলি না।বিয়েটা হোক ।তারপর আমার সন্তানের মা হলে রাতুল সাবের ট্রিটমেন্ট করবো। আর তারও পরে তোমার বাবার। বিড়বিড় করে বলতে থাকে বদি।ছায়ানীড় এ রাতের খাবার শেষে দুজনে রিকশায় ।টিনাকে রোকেয়া হলে পৌছে দিবে।টিনা জিজ্ঞাসু ভঙ্গিতে
কিছু বলছ বদি?
কই নাতো।
তাহলে বিড়বিড় করছো কেন?তোমার এই বিড়বিড় স্বভাব আমারা মোটে ই ভাল লাগেনা।সারাদিন কি ভাব আর কি বল?
না ভাবছিলাম তোমার বাসার অবস্থা কি? তোমার বাবা মা দুজনেই তো রাজি? তোমার মেজো ভাই কি বলে?
সত্যি বলতে কি মেজো ভাই তোমাকে পছন্দ করে না।
কেন?
জান না বুঝি? মেজো ভাবির সঙ্গে কি করেছো মনে আছে?
দেখ তখন সে তোমার মেজো ভাবি ছিল না। ও সব বাদ দাও।
সুন্দরী মেয়ে দেখলেই তোমার মাথা খারাপ হয়ে যায়।
দেখ টিনা এর জন্য দায়ী তুমি। তুমি আমার ভালবাসা প্রত্যাখ্যান না করলে তেমনটি হত না।তোমার জন্য আমি নেশা করেছি। বখে গিয়েছি।মেধাবী ছিলাম বলে বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করতে পেরেছিলাম।নাহলে আমি সেটিও পারতামনা।তোমার ঠোটে চুমু দেয়ার আজন্ম সাধ আমার যখন ভেস্তে যাওয়ার উপায় । আমি উন্মাদ হয়ে যাই। এসব গাজা ডাইল খেয়ে নেশায় সময় কাটাই। এখন আমি এসবে নেই।শুধু সিগারেট খাই।
রাতুল তোমাকে ফোন করে এখনো।
না করে না।
গুড।রাতুর কি আর তোমাকে ভালবাসে।ওরটা ছিল মোহ। অল্প সময়েই কেটে গেছে।আমি এই বদি তোমাকে ভালবাসি মন প্রাণ উজার করে ভালবাসি।
টিনা কিছু বলেনা। আকাশের দিকে তাকায়। আজ বিরাট চাদ ওঠেছে।সুপার মুন। চাদের হাসির বাধ ভেঙেছে।এমন পূর্ণিমায় নদীতে সাগরে জোয়ার আসে।পানি ফুলে ফেপে ওঠে। চাদের রূপালী আলোয় উদ্ভাসিত চারিদিক। বদি সিগারেট খাচ্ছে। নাক দিয়ে ধোয়া ছাড়ছে।ও র অবয়বে একটা বদ বদ ভাব।বদি নামটা তাই যুতসই হয়েছে।বদির একটাই ভাল গুণ আর তাহলো সে টিনাকে ভালবাসে।বদি টিনার চিবুক ধরে।তারপর একবার চাঁদের দিকে তাকায় আরেকবার টিনার দিকে।বদির চোখে প্রেমের জোয়ার। টিনা কেঁপে ওঠে।বদি ওকে গভীর চুম্বনে সিক্ত করে।
বান্ধবী -চ্যাপটার-৩ (গল্প)
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৩ ভোর ৪:১২