যেখানেই বাঙালী সেখানেই ঐক্যের সুর,
বন্ধনে অটুট;
অসুন্দরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে
কোটি কন্ঠে ধ্বনিত হোক একই সুর।
টেকনাফ থেকে তেতুলিয়া
রুপসা থেকে পাথারিয়া
ভেদাভেদ সব ভুলিয়া
হাতে রেখে হাত
কাঁধে রেখে কাঁধ
নতুন বছরে প্রেমে প্রাণে গানে
ধ্বনিত হোক শান্তির বাণী
রচিত হোক শান্তির নীড়
প্রতিটি স্থানে দেশ মাতৃকার।
জাগো নব আনন্দে,
জাগো বিজয় মন্ত্রে,
রমনায় ছায়নটে রবীন্দ্র স্মরনী রাজপথে,
বৈশাখী মেলায় গনজাগরণে,
তপ্ত বায়ে ভস্ম হোক অসত্যের কালিমা।;
বাঙালীপনায় ,একই সুরে একই গীতে
সূচিত হোক নবযাত্রা;
কাল বৈশাখী ঝড়ে ,সব জঞ্জাল যাক উড়ে।
অপার মহিমায় প্রচন্ড শক্তিতে সূচিশুদ্ধ মনে,
শুভ নববর্ষ
চৌদ্দশত বিশের আগমনে।
---------------------------------------------
নববর্ষবরণ
সাতসকালে ঘুম থেকেওঠে
এসো হে বৈশাখ গাই;
আম-ডাল ,লাউ শাক সাথে,
শুকনো মরিচ পোড়ে দিয়ে
পান্তা ইলিশ খাই।
ধ্যূতি পাঞ্জাবী পায়জামা পরি
প্রিয়ার পরনে দিই বাসন্তি রঙ শাড়ি
কপালে লালটিপ
খোপায় দিই তারে পুস্পমালা
পরীর সাজে ঠিক!
আলতা রাঙা পায়
মেহেদী হাতে রঙের বর্ষা প্রায়!
একটু ঘুরে আসি
রমনা থেকে গ্রাম্য মেলায়
যার যেখানে মন ছুটে যায়:
বিন্নি বাতাসা মন্ডা মিঠাই
সবাই মিলে খাই।
দেখবো সাপের খেলা দেখবো পুতুল নাচ
নাগর দোলায় মনের সুখে বেশ দোলেছি আজ।
মিলন মেলায় রঙের খেলায়
রঙিন চুড়ি দিলাম তোমায়
কিনতে পাতার বাঁশি,
চল মেলায় ঘুরে আসি।
কিনে রঙিন ফিতে
মনের হরষে দিনে রাতে
আনন্দেতে থাকি মেতে
বর্ষবরণ হবে তাতে।
------------------------------------------------------
সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।চলুন দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে এগিয়ে যাই । ১৪২০ সাল হোক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বছর।কোটি বাঙালীর অর্জিত স্বাধীনতা সমুন্নত থাক। সকল অনিশ্চিয়তা ,অস্থিতিশীলতা দূর হোক। আমরা বাঙালী বাংলাদেশীরা সত্যিকার অর্থে মানুষ হই। পরস্পরকে শ্রদ্ধা
করতে শিখি। সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষ হাতে হাত মিলিয়ে সকল বিভেদ মাটি চাপা দিয়ে শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ি।গত বছরের ব্যর্থতা গুলো এবছর সফলতা পাক।নতুন নতুন আনন্দ আর গানে ভরে উঠুক সবার জীবন।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৪