দীর্ঘ দিন পর এক মঞ্চে প্রধান মন্ত্রী তুন মাহাথির ও হবু প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তুন মাহাথির প্রকাশ্যে মঞ্চে ভোট চাইলেন আনোয়ার ইব্রাহিমের জন্য। আজ সোমবার মালয়েশিয়ার পর্যটন ও বন্দর শহর পোর্ট ডিকসনের জন সভায় পাকাতান হারাপানের শীর্ষ নেতারা এক মঞ্চে সমাবেশ করেন। মাহাথির উপস্থিত থাকায় হাজারো মানুষের সমাবেশ ঘটে। জনতা আনন্দ ধ্বনি ও ভুভুজেলা বাজিয়ে উৎসব করতে থাকে।
প্রায় দেড় দশক পরে মাহাথির ও আনোয়ার ইব্রাহিম এক মঞ্চে বসলেন। ১৩ অক্টোবরের উপনির্বাচনে জয় লাভ করলে আনোয়ার ইব্রাহিমের প্রধানমন্ত্রী হবার পথে আরো এক ধাপ এগিয়ে যাবেন। উল্লেখ করা যেতে পারে যে, মালয়েশিয়াতে কোন প্রধানমন্ত্রীর উপনির্বাচনের প্রচারে অংশ নেবার নজির নেই। এক মাত্র আ, ইব্রাহিমের জন্য তুন মাহাথির প্রচলিত ব্যত্যয় ঘটিয়ে আনোয়ার ইব্রাহিমেে নির্বাচনী প্রচারে অংশ নিলেন
উল্লেখ করা যেতে পারে যে, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী তুন মাহাথির তার ডেপুটি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে বরখাস্ত করেছিলেন। ঘটনাক্রমে আবার তুন মাহাথির প্রধানমন্ত্রী হয়েছেন আর আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী হতে চলেছেন। পোর্ট ডিকসন উপনির্বাচনে সাবেক ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনাল কোন প্রার্থী দেয়নি। তাই ধরে নেয়া যায় অনায়াসেই আনোয়ার ইব্রাহিম বিজয়ী হবে আসবেন। মালয়েশিয়ার রাজনৈতিক মহল ১৩অক্টোবরের উপনির্বাচনের দিকে তাকিয়ে আছেন।
১. ০৮ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৫ ২