এ বছর মে মাসের নির্বাচনে আবার প্রধানমন্ত্রী পদে ফিরে এসেছেন এক সময়ের আলোচিত প্রধানমন্ত্রী মাহাথির। ৬০ বছর ধরে যে জোট ক্ষমতায় এমনকি তিনি নিজেও সেই জোটের নেতা হিসাবেই দুই দশকের বেশী সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন সেই জোটের বিরুদ্ধে নির্বাচনে দাড়িয়েঁ তিনি চমক সৃষ্টি করেন।
এই মুহূর্তের আরো চমক হচ্ছে- নবজাতকের পিতামাতারা নাম রাখার ক্ষেত্রে এখন মাহাথির নামটি ব্যাপক ভাবে পছন্দ করছেন। ফলে অনেক শিশুর নাম রাখা হচ্ছে মাহাথির। এই সব মাহাথির এক সময় যুবক হয়ে উঠবে।
মালয়েশিয়ার National Registration Department (NRD) এর বরাতে জানা গেছে- কয়েক মাসের হিসাবে ৪,৭২৬ জনের নাম তুন এবং ৪২০ জনের নাম সরাসরি মাহাথির রাখা হয়েছে।
স্মরণ করা যেতে পারে- ১৯৯০ সালের ইরাক-মার্কিন যুদ্ধের সময় বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষ ইরাকের সাদ্দাম হোসেনকে সমর্থন করে নিজ নব জাতকের নাম রাখতেন সাদ্দাম হোসেন। সেই সব সাদ্দাম হোসেনরা এখন যুবক হয়েছে। আমি নিজে এই রকম ১০/১২ জন সাদ্দাম হোসেনকে দেখেছি মালয়েশিয়ায় কাজ করতে।
মালয়েশিয়ান পিতামাতারা মাহাথির নামটির সাথে সাথে উনার জন্য আরোপিত “তুন” উপাধিটিও অনেকে নাম হিসাবে ব্যবহার করছেন। আগামী দিনে এই সব মাহাথির বড় হয়ে নেতা হলে আবারও হয়তো ফিরে আসবেন তুন মাহাথির।
আমার আগের পোস্টঃ পেনাং পাহাড়ের ট্রেন পড়ুন
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮