জন্ম দিনের অনুষ্ঠান বাতিল করলেন মালয়েশিয়ার রাজা। মালয়েশিয়ার রাজা সুলতান মুহাম্মাদ ৫ম তাঁর জন্ম দিনের অনুষ্ঠান ও রাজকীয় চা চক্র বাতিল ঘোষণা করেছেন। আজ ৩০ আগস্ট রাজা এ সংক্রান্ত ঘোষণা।
জন্ম দিন পালন উপলক্ষ্যে বরাদ্দকৃত টাকা সরকারী তহবিলে ফেরত দেয়া হবে। তুন ডাঃ মাহাথিরের নেতৃত্বে পাকাতান হারাপান জোট সরকার গঠনের পর দেশের অার্থিক খাতে ব্যাপক অনিয়ম ও ঋণের সন্ধান পায়। প্রধানমন্ত্রীকাটার ঘোষণা দেন। রাজা নিজেও তার বেতন ১০% কর্তনের ঘোষণা দেন। আর আজ তিনি রাজকীয় অনুষ্ঠান না করার ঘোষণা দিলেন। মন্ত্রীগণ বেতনের ১০% কাটার ঘোষণা দেন। রাজা নিজেও তার বেতন ১০% কর্তনের ঘোষণা দেন। আর আজ তিনি রাজকীয় অনুষ্ঠান না করার ঘোষণা দিলেন।
এই খাতের বরাদ্দকৃত টাকা তুন মাহাথির কর্তৃক গঠিত ঋণ পরিশোধের জন্য অনুদানের তহবিল তাবুং হারাপানে জমা দেয়া হবে।
আগামী ৯ ই সেপ্টেম্বর ২০১৮ রাজার জন্ম দিনের অফিসিয়াল অনুষ্ঠান পালনের জন্য দিন নির্ধারিত ছিল।
বর্তমান রাজার কোন রাণী নেই। তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটেছে।
আগের পোস্ট পড়ুনঃ
মালয়েশিয়ার ট্যাক্স হলিডের সমাপ্তি হচ্ছে
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১০