আরো পড়ুনঃ মালয়েশিয়াতে যে ভাবে হয় কোরবানীর ঈদ
আগামীকাল ২২ শে আগস্ট ২০১৮ বুধবার মালয়েশিয়াতে ঈদুল আযহা উদযাপিত হবে।
সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই।
ঈদ মোবারক।
সেলামাত হারি রায়া আইডিল আদহা (SELAMAT HARI RAYA AIDILADHA )।
সেলামাত হারি রায়া কোরবান (Selamat Hari Raya Korban)
ঈদ সব সময় অনেক আনন্দের। অনেক মজার।
আমার নিজের ধারণা ঈদের সব চেয়ে বেশী আনন্দ আর মজা ছোট্ট ছোট্ট শিশু আর কিশোরদের। নতুন নতুন পোশাক আর নানা ধরনের খেলনা নিয়ে তাদের আনন্দ আর ধরে না।
(এখানে ঈদের সেলামী দেয়ার জন্য ব্যবহৃত কিছু খামের ছবি পোস্ট করা হবে। বেশীর ভাগ খামই আমার সংগ্রহে আছে)
ঈদের একটা অন্যতম মজা হলো সেলামী পাওয়া । বড়দের কাছ থেকে সেলামী পাওয়ার মজাই আলাদা। বাংলাদেশে এই সেলামী দেয়া হয় খোলামেলা হাতে। মালয়েশিয়াতে সুন্দর খামের ভেতরে ভরে সেলামীর টাকা দেয়া হয়। পথে, ঘাটে, পার্কে সর্বত্র দেয়া হয় এই সেলামী। দেখতে খুব ভালো লাগে।
মালয়েশিয়াতে ঈদে সেলামী দেয়া একটা সাধারণ প্রচলন। ঈদের সময় মসজিদে নামাজের পরপরই দেখা যায় অনেক ব্যক্তি হাতে অনেকগুলো খাম নিয়ে দাঁড়িয়ে আছে । ছোট্ট ছোট্ট বাচ্চাদের দেখলেই হাতে তুলে দিচ্ছে সেই সব খাম। আমি যেই মসজিদে নামাজ পড়তে যাই দেখি অনেক মুরুব্বী হাতে খাম নিয়ে দাঁড়িয়ে আছেন। আমার ছেলেকেও অনেকে খাম দেয়। ছেলে নিতে চায় না। আমি বলি এটা ঈদের উপহার। নিতে হয়।খামটা নাও এবং উনাকে ধন্যবাদ দাও।
ঈদ ছাড়াও চায়না নিউ ইয়ার-এ ও এই ধরনের খাম দেয়া হয়। চায়নিজ নিউ ইয়ারের উপহারের খাম সব বয়সীরাই পায়। সেটা ছেলে হোক আর বুড়ো হোক।
চায়না নিউ ইয়ারএ আমি কয়েকবার এই খাম উপহার পেয়েছি। প্রথমবার যে খাম পেয়েছিলাম সেটা পেয়ে আমি কিছু বুঝতে না পেরে ধন্যবাদ দিয়ে খামটি পকেটে রেখে দিই। আামার এক কলিগ বললোঃ আপনি কি ধারণা করতে পারেন খামের ভেতর কি আছে।
- নববর্ষের কার্ড থাকতে পারে মনে হয়।
- খুলেই দেখেনা না। আপনার ধারণা ঠিক কি বেঠিক।
- আপনি কি বলতে চান নববর্ষের কার্ড নেই?
- ভাইরে, খুলে দেখেন।
আমি খামটি খুললাম। খুলে দেখলাম, ভেতরে ৫ রিঙ্গিতের একটি সবুজ নোট। তখন এক রিঙ্গিতের দাম প্রায় ২৬ টাকা। তার মানে খামের ভেতর ১২৫ টাকার বেশী।
অবশ্য এই টাকার পরিমাণ দিয়ে শুভেচ্ছার উঞ্চতা পরিমাপ করা যায় না। আন্তরিকতাটাই মুখ্য।
এরপরের কোন এক চাইনিজ নিউ ইয়ারে আরেকটি খাম পেয়েছিলাম। খুলে দেখি ১ শত রিঙ্গিতের ২ টি নোট। সেটা দেখে খুব শরম পেয়েছিলাম। শুভেচছা সেলামীর জন্য এতো টাকা দেয়ার কি দরকার।