মালয়েশিয়ার আলোচিত - সমালোচিত চাইনিজ ব্যবসায়ী ঝাউ লো এর নামে পরিচিত বিলাসবহুল Equanimity নামক ইয়াটটি ইন্দোনেশিয়াতে আটক হবার পর শেষ পর্যন্ত মালয়েশিয়াতে ফেরত এনে রাজধানী কুয়ালালামপুরের সব চেয়ে কাছের সমুদ্র বন্দর পোর্ট ক্লাং এ নোঙর করানো হয়। ২৫০ মিলিয়ন ডলার বা ১.০২ বিলিয়ন রিঙ্গিত দামের ইয়াটটি এখন Boustead Cruise Centre Terminal এ রাখা আছে।
আজ ( ১১ আগস্ট ২০১৮ , শনিবার) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির অর্থমন্ত্রী লিম গুয়ান এং কে সাথে নিয়ে ইয়াটটি দেখতে বন্দরে যান। সকাল সাড়ে ১১ টায় তিনি পোর্টে পৌছান। বন্দরে তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষা মন্ত্রী মোহামাদ সাবু।
ইয়াট দেখার পর তিনি মিডিয়া ব্রিফিং এ জানান, যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে, পলাতক ব্যবসায়ী ঝাউ লো ই 1Malaysia Development Berhad (1MDB ) এর অর্থ আত্নসাতের টাকায় ইয়াটটি ক্রয় করেছিলেন। তিনি আরো জানান, ইয়াট খানা সর্বসাধারণের উঠার জন্য উন্মুক্ত করা হবে না। ইয়াটটি সুন্দর অবস্থায় রাখা হবে। এটি রক্ষণাবেক্ষণে মাসে খরচ হবে প্রায় ২ মিলিয়ন রিঙ্গিত।
এর পর সরকার সম্ভবত ইয়াটটি বিক্রির সিদ্ধান্ত নিতে পারে।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৪