এর আগে এতো কম বয়সী কোন ব্যক্তি মালয়েশিয়ার কেবিনেট মন্ত্রী হননি। মাত্র ২৫ বছর বয়সে পূর্ণ মন্ত্রী হয়ে সব চেয়ে কম বয়সী মন্ত্রীর রেকর্ড গড়লেন Syed Saddiq Syed Abdul Rahman --মালয়েশিয়ার ইতিহাসে সব চেয়ে কম বয়সী মন্ত্রী হলেন সৈয়দ সাদিক। তিনি এখন তরুণ সমাজের আদর্শ।
তরুণ মন্ত্রীকে ভিডিওতে দেখুন।
গতকাল ২রা জুলাই ২০১৮ তারিখে Syed Saddiq Syed Abdul Rahman মালয়েশিয়ার রাজার সামনে মন্ত্রী হিসাবে শপথ নেন। তাকে দেয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।তিনি দক্ষিণাঞ্চলীয় জহর প্রদেশের মুয়ার থেকে নির্বাচিত এমপি। তার ডেপুটি মন্ত্রীর নাম Steven Sim Chee Keong ।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক ১৯৮৬ সালে ৩৩ বছর বয়সে মালয়েশিয়ার সর্ব কনিষ্ঠ মন্ত্রী হিসাবে শপথ নেন। তিনিও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন।
তিনি মনে করেন, তাকে মন্ত্রী হিসাবে নিয়োগ দেয়া মালয়েশিয়ার যুব সমাজের জন্য একটি বিরাট সম্মানের বিষয়।
Syed Saddiq Syed Abdul Rahman ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর জহর প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। ছাত্র জীবনে তিনি ৩ বার Asian British Parliamentary Debating Championship এ অংশ গ্রহণ করে চ্যাম্পিয়ন হন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ৪ লাখ সমমানের বৃত্তি নিতে অস্বীকার করেন। এর বদলে তিনি ২০১৭ সালে সম্মানজনক Perdana Fellowship গ্রহণ করেন এবং রাজনীতিতে সক্রিয় হন। এর পরের বছর তিনি পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন।
তুন ডাঃ মাহাথির নতুন দল () গঠন করলে তিনি এর যুব সংগঠন Armada এর নেতৃত্ব গ্রহণ করে। ২০১৮ সালের ৯ মের নির্বাচনে তিনি দলের মনোয়ন লাভ করেন এবং P146 Muar, Johor আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন।
অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী Syed Saddiq তুন মাহাথিরের খুব প্রিয় এক জন তরুণ নেতা। মাহাথির যে কয় জন তরুণ নেতাকে খুব পছন্দ করেন তাদের মধ্যে আরেক জন হলেন খায়রি (Khairy Jamaluddin)। তিনি ৩৭ বছর বয়সে মন্ত্রী হন।
প্রধানমন্ত্রী তুন মাহাথির মন্তব্য করেন- United Malay National Organization জন্য এক মাত্র যোগ্য নেতা হতে পারেন খাইরী। সারা দেশে আলোচনা । কে এই খাইরী। স্বয়ং মাহাথির যাকে যোগ্য মনে করেন।
United Malay National Organization এর নেতা নির্বাচনের ভোটে খাইরী দ্বিতীয় হয়েছেন।
আবার Syed Saddiq এর চোখে সেরা যুব নেতা হচ্ছেন খায়রি। তিনি খায়রির মতো হতে চান। উল্লেখ্য খায়রি নিজেও গত মেয়াদে যুব ও ক্রীড়া মন্ত্রী ছিলেন।
আগামী দিনে তুন মাহাথিরের নীতিকে কারা ধরে রাখবেন? সেই সব সাহসী তরুণ যারা এগিয়ে আসছেন তাদের মধ্যে Syed Saddiq Syed Abdul Rahman কে এখন সবাই সামনের কাতারে দেখছেন।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২২