আগামীকাল ১৫ ই জুন ২০১৮ রোজ শুক্রবার মালয়েশিয়াতে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ার মহামান্য রাজার সম্মতিক্রমে মালয়েশিয়ার শাসকের সিল মোহরের সংরক্ষক (the Keeper of the Rulers’ Seal) Tan Sri Syed Danial Syed Ahmad, এই ঘোষণা দেন। আজই বৃহস্পতিবার ১৪ই জুন ২০১৮ মালয়েশিয়াতে ২৯ টি রোজা সম্পন্ন হয়েছে।
মালয় ভাষায় রমজানের ঈদকে বলা হয় Hari Raya Puasa (Aidilfitri) . এসময় মালয়রা পরস্পরকে ঈদের শুভেচ্ছা জানায় এই বলে- Selamat Hari Raya Aidilfitri –শুভ ঈদুল ফিতর/ঈদুর ফিতরের সালাম।
যারা মোবাইলে মেসেজ দেয় তারা হয়তো আরেকটু বেশী লেখেঃ selamat hari raya aidilfitri maaf zahir dan batin
এর মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানানোর মাধ্যমে সব ধরনের ভুলের জন্য ক্ষমা চাওয়া হয়।
এ দিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদ এক বাণীতে সকল মালয়েশিয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন। এখানে আজ থেকে সরকারী ছুটি শুরু হয়েছে।
আর আমিও যেহেতু এখানে আছি তাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।
ঈদ মোবারক।
Selamat Hari Raya Aidilfitri Maaf Zahir Dan Batin
বাংলায়ঃ
আপনাকে পব্ত্রি ঈদুল ফিতরের শুভেচ্ছা, অন্তরের ও বাহিরের সকল ভুলের জন্য মাফ চাই।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬