ফ্রিল্যান্স এবং আউট সোর্সসিংয়ের এর ব্যাপারে নতুন করে আর কিছু বলার নেই। আমরা যারা কমবেশী ইন্টারনেট ব্যবহার করতে জানি, তারা সবাই মোটামোটি এই ব্যাপারটি নিয়ে খুব আগ্রহী। কারণ মোটামুটি যদি কম্পিউটারের কয়েকটি প্রোগ্রাম জানা থাকে কিংবা ইন্টারনেট সম্পর্কে একটু ভালো জ্ঞান থাকে তাহলে বাড়তি ইনকামের একটা ব্যবস্থা করা যায় ইন্টারনেট থেকে। অর্থাৎ ঘরে বসেই টাকা ইনকামের সুযোগ আছে।
ইন্টারনেট থেকে টাকা ইনকামের ভালো একটা সুযোগ থাকে যদি আপনার একটা ওয়েব সাইট থাকে। কিন্তু আমরা কজনের ওয়েবসাইটই বা আছে। আবার হয়তো আমরা মনের অজান্তেই এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি না। আবার প্রশ্ন করতে পারেন, গুরুত্ব দিচ্ছি, কিংবা ভাবছি ওয়েব সাইট তৈরি করবো, কিন্তু টাকা পয়সা নেই তাই অপেক্ষা করছি টাকা পয়সা হাতে আসলেই ওয়েবসাইট বানাবো। যারা ওয়েবসাইট বানানোর কথা ভাবছেন, তাদের জন্য আমার পরামর্শ হলো ইন্টারনেট তো আপনাকে সব রকম সুযোগ সুবিধাই দিচ্ছে তাহলে আপনে আর বসে কেন? আজই লেগে যান নিজের নামে একটি ওয়েব সাইট বানাতে। ইন্টারনেটে অনেক সাইট আছে যেখানে আপনি আপনার নিজের জন্য কিংবা কোম্পানীর জন্য ফ্রি ওয়েব সাইট তৈরি করতে পারবেন। এবং কিছু টেকনিক কাটালে সেই ওয়েব সাইট থেকে টাকা ও আয় করতে পারবেন। বিশ্বাস না হলে আমার View this link ওয়েবসাইটটি একবার দেখে আসুন। সম্পূর্ণ ফ্রিতে তৈরি করেছি এবং ইতিমধ্যে গুগল এডসেন্স এবং ওডেস্ক এর বিজ্ঞাপনের কাজও পেয়েছি।
যদি এ ব্যাপারে কারো কোন সহযোগীতা প্রয়োজন হয়, তাহলে যোগাযোগ করবে ১০০% সহযোগীতা করার মানসিকতা আছে।
বিৎদ্রৎ : যারা এই বিষয়ে মহাজ্ঞানী তারা এই আর্টিকেল পড়ার দরকার নেই
এইখানে ক্লিক করলে সত্য মিথ্যা যাচাই করতে পারবেন।