আড্ডাঘরের ইতিহাস: ২৭ এ জুন, ২০১৬ সালে আমি একটি আড্ডাপোস্ট দিয়েছিলাম। আড্ডাপোস্ট! নাহ নাহ আড্ডাঘর! এই মহা মিলনমেলাকে শুধু পোস্ট হিসেবে আখ্যায়িত করা হলে ছোট করা হবে। সেই আড্ডাঘরে প্রচুর ব্লগার এসে জমজমাট ভাবে আড্ডা দিতে থাকেন। দিন, সপ্তাহ, মাস পেরিয়ে যায় কিন্তু আড্ডাঘর প্রথম দিনের মতোই প্রানবন্ত থাকে। আড্ডা দিতে দিতে বেশ কিছু রেগুলার আড্ডাবাজ আমরা পাই। প্রতিদিন আড্ডা দিতে এসে যারা একে অপরের সাথে এমন বন্ধুত্বে আবদ্ধ হয়ে যান যে আড্ডাঘরে না এসে থাকতেই পারেন না! এভাবে চলতে চলতে আড্ডাঘর একদিন বন্ধ হয়ে গেল! ৮১৬৩ টি বিপুল সংখ্যক কমেন্টের কারণে পোস্টটি আর লোড হতো না। সেই অভাব পূরণ করতে দ্বিতীয় একটি আড্ডাঘর দেওয়া হয়। একদিন আড্ডাঘরের বয়স এক বছর হয়ে গেল! তখন তৃতীয় আড্ডাপোস্টটি দিয়ে আমরা সেলিব্রেট করলাম। দেখতে দেখতে আড্ডাঘর দেড় বছরও পূরণ করে ফেলেছে! গত দেড় বছরে এমন একদিন বোধহয় যায়নি যখন আড্ডাঘরে কোন কমেন্ট পরেনি। আমি হোস্ট হয়েও পড়াশোনার ব্যস্ততায় লম্বা সময় আসতে পারিনি। কিন্তু আড্ডা জমজমাট চলেছে। প্রত্যেক আড্ডাবাজ নানা বয়স, স্থান, পেশার হলেও মনের মিলে এক হয়ে আছেন। সবারই ব্যস্ত জীবন পড়াশোনা, চাকরি, ব্যাবসা নিয়ে। কিন্তু কেউ না কেউ বিগত দেড় বছরে সময় বের করে আড্ডাঘর সচল রেখেছেন। নানা উপলক্ষ্যে দেওয়া তিনটি আড্ডাঘরেই পুরোন আড্ডাবাজের সাথে নতুন আরো কিছু সংগী সাথী পেতে থেকেছি আমরা। বেড়েছে আড্ডা পরিবারের সদস্য সংখ্যা। নতুন পুরোন সবাই মিলে আড্ডাঘরকে প্রাণবন্ত করে রেখেছেন সর্বক্ষন!
এই ইতিহাসের নতুন পাতার গল্পগুলো লিখবে আড্ডাঘর নং ৪! আড্ডাঘর নং তিনে অতিরিক্ত কমেন্ট পরে যাওয়ায় লোডিং এ কিছু সমস্যা হচ্ছিল। সেই কারণেই নতুনের আবির্ভাব। আশা থাকছে এই আড্ডাঘরটিও বাকি তিনটি আড্ডাঘরের মতো প্রচুর উদ্দীপনার সাথে চলতে থাকবে।

আড্ডাঘর অনেক স্মৃতির জায়গা। এত হাজার হাজার কমেন্ট কত বন্ধন ও স্মৃতি তৈরি করেছে তা সহজেই অনুমেয়। আমাদের এক প্রিয় আড্ডাবাজ ফাহিম সাদি প্রত্যেক রেগুলার আড্ডাবাজের প্রথম কমেন্টগুলো কষ্ট করে জোগাড় করেছেন। সেই লিংকটি দেওয়া হলো সবার জন্যে: view this link
পুরনো আড্ডাঘরগুলোর লিংক:
সামুর সকল সিনিয়ার, জুনিয়ার ব্লগারদেরকে আমন্ত্রন সামুপাগলার ব্লগবাড়িতে (আড্ডাঘর নং ১)



সামুর সকল সিনিয়ার, জুনিয়ার ব্লগারদেরকে আমন্ত্রন সামুপাগলার ব্লগবাড়িতে (আড্ডাঘর নং ২)



হ্যাপি নিউ ইয়ার! নতুন বছরে আনন্দে মাতুন আড্ডাঘরে! সবাইকে আমন্ত্রন সামুপাগলার ব্লগবাড়িতে! (আড্ডাঘর নং ৩)


চলুন দেখে নেই কোন কোন ব্লগার আড্ডাঘরে এসে এর শোভা বাড়িয়েছেন। রেগুলার আড্ডাবাজ থেকে শুরু করে একবারের জন্যে এলেও নাম এই লিস্টে রয়েছে। নিচে কারো নাম যদি বাদ পরে যায় তবে ক্ষমা চেয়ে নিচ্ছি। জানিয়ে দিলে যোগ করে দেওয়া হবে।
আড্ডাঘরের সর্দার: আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম!
অপ্সরা, অতৃপ্তচোখ, অরুনি মায়া অনু, আরাফআহনাফ, আলী আজম গওহর, আবুল হায়াত রকি, আর এন রাজু, আব্দুল্লাহ আল আসিফ, আবিদা সিদ্দিকী, ইউনিয়ন, উম্মে সায়মা, ওমেরা, কালনী নদী, কাজী ফাতেমা ছবি, কল্লোল পথিক, গিয়াস উদ্দিন লিটন, চাঁদগাজী, তারেক ফাহিম, জানা, জে.এস. সাব্বির, ধ্রুবক আলো, ধমনী, নাঈম জাহাঙ্গীর নয়ন, নয়ন বিন বাহার, পুলক ঢালী, পথহারা মানব, ফাহিম সাদি, বিষাদ সময়, বিজন রয়, বিদ্রোহী ভৃগু, বিপ্লব06, ব্লগ সার্চম্যান, ম্যাড মাক্স, মাহমুদুর রহমান সুজন, মাদিহা মৌ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মহা সমন্বয়, মিঃ অলিম্পিক, রোকসানা লেইস, রুফিয়াস মিলেনিয়াম, লুলু পাগলা, শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া), শরীফুর রায়হান, শূন্যনীড়, শুভ_ঢাকা, সম্রাট৯০, সাদা মনের মানুষ, সত্যপথিক শাইয়্যান, সাহাবুব আলম, সচেতনহ্যাপী, সুলতানা রহমান, সিফটিপিন, হাতুড়ে লেখক, অনিক_আহমেদ, অন্যমনস্ক শরৎ, অপর্ণা মম্ময়, আশাবাদী মানুষ, আব্দুর রহিম p.t, অ্যাপল ফ্যানবয়, উদাস মাঝি, এম আর তালুকদার, একটি আটলান্টিক, কামরুননাহার কলি, কুঁড়ের_বাদশা, তোমার জন্য মিনতি, মোস্তফা সোহেল, মোহেবুল্লাহ অয়ন, মোঃ মাইদুল সরকার, মনিরা সুলতানা, মোটা ফ্রেমের চশমা, মো: হাসানূর রহমান রিজভী, মরুচারী বেদুঈন, শাহরিয়ার কবীর, শাহিন-৯৯, সারাফাত রাজ, সম্রাট ইজ বেস্ট, ডঃ এম এ আলী, ভ্রমরের ডানা, জীবন সাগর, জোকস, বিলিয়ার রহমান, বিদেশে কামলা খাটি, দিশেহারা রাজপুত্র, নায়না নাসরিন, নূর-ই-হাফসা, নিতাই পাল, পিকাচু, হাতকাটা হাকিমুল, ট্রাম্প বিন পুতিন বিন হিটলার, حمد فسيح الاسلام !
-----------------------------------------------------------------------------------------------------------------------------
আড্ডার টপিক: কোন টপিক নেই, যা ইচ্ছা বলে যাবেন। কবিতা, জোক, প্রিয় মুভি, খেলাধূলা যা ইচ্ছে বকে যান। আমি আড্ডাবাজ মানুষ, যেকোন বিষয় ধরিয়ে দিলেই হলো, বকবক করে যেতে পারব। আর যদি আমি নাও বুঝি টপিকটা অন্য কোন ব্লগার বুঝে যাবেন। কোন সমস্যা না টপিক, যদি বসে সত্যিকারের আড্ডাবাজদের আসর। তবে হ্যা নিজের কোন প্রিয় গান শেয়ার করে যাবেন। সেটা রেগুলেশন। না করলেও সমস্যা নেই যদিও, করলে আমি খুশি হব।
নিচের কিছু আয়োজন উপভোগ করুন আড্ডা দিতে দিতে।
