2 অন্যান্য বনেও একই অবস্থা
৩ tigers will say goodbye
৪ হালুম থেকে গেলুম
৫ অন্যান্য প্রাণীর একই অবস্থা হবে কিন্তু কেন ?
৬ সুন্দরবনকে ধ্বংস হতে দিবো না
যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম সাময়িকী ২৬ সেপ্টেম্বর প্রকাশিত একটি নিবন্ধে উল্লেখ করেছে, টেক্সাসের ফায়েটে ১৯৭৯ সালে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু করা হয়, যা থেকে প্রতিবছর ৩০ হাজার টন সালফার ডাই-অক্সাইড নিঃসরণ হচ্ছে। এর প্রভাবে বিস্তীর্ণ অঞ্চলে গাছপালা মরে গেছে। এখন এটি বন্ধ করার দাবি জানাচ্ছে মানুষ। অথচ রামপালের বিদ্যুৎকেন্দ্র থেকে নিঃসরণ হবে ৫২ হাজার টন সালফার ডাই-অক্সাইড।
ভারত সরকার গুজরাট ও মধ্যপ্রদেশে এ ধরনের দুটি কয়লাবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে চেয়েও ব্যর্থ হয়েছে, কারণ মানুষ এ উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে। বাংলাদেশে যদি ভারত state-of-the Art কেন্দ্র চালু করার পরিকল্পনা করে থাকে, নিজ দেশে নিশ্চয় এ রকম সর্বাধুনিক কেন্দ্রই চালু করত। তার পরও প্রতিবাদ। তারপর পিছু হটা। অথচ বাংলাদেশে যারা প্রতিবাদ করছে, তাদের দোষ দেওয়া হচ্ছে জনগণকে ‘বিভ্রান্ত’ করার জন্য। বিভ্রান্ত আসলে কারা করছে?
রামপাল নিয়ে রামছাগলের দল উলটা পাল্টা বলছে।
হায়রে দেশ প্রেম, হায়রে চেতনা ...........