


আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়,

অশ্রু ভরা দুটি চোখ,

তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ঐ মুখ ।।

বেদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছো তুমি,
কতো দূরে যাবে বলো, কতো দূরে যাবে বলো ?
তোমার পথের সাথী হবো আমি ।।

একাকিনী আছো বসে, পথ ভুলে গিয়েছো তুমি,








কোন দূরে যাবে বলো, কোন দূরে যাবে বলো ?
তোমার চলার সাথী হবো আমি ।। ...।। এমন শুন্দর সাথী পাওয়া সত্যি ভগ্যের ব্যপার ...।নিজেকে মাঝে মাঝে অনেক সৌভাগ্যবান মনে হয়



¸☆( ░░░)︵ ︵☆
(´░░░░░░░░’.)
..`´︶´¯`︶´`´ه
┊ ┊┊ ┊┊ ┊ ┊┊ ┊ ┊ه
┊┊ ┊ ┊ ░ه┊ ┊
┊ ه ┊┊ ┊┊░ ┊┊ ┊┊
এক বৃষ্টি ভেজা মধ্য দুপুরে হেঁটে চলা পথের সঙ্গীরা .।.।.। সামার এর সময় অনেক ফুল থাকে .।। আমি প্রতিদিন এই পথ দিয়েই যাই .। অদের কুড়ি থেকে ফুল হওয়া , ঝড়ে যাওয়া দেখি .।.। আজ অনেক বৃষ্টি হচ্ছে।। তাই বৃষ্টি দিনের ফুল গুলোই দিলাম .।।। পরে আরও অনেক ফুল নিয়ে আসবো ইনশাহাল্লাহ

( অনেক গুলো ছবি আপলোড করতে পারিনি "The file you are attempting to upload is larger than the permitted size"



" buy one get one free " ফুলের সাথে গান ফ্রি

