ইন্টারনেট আমাকে ঘরে বসেও এই অপার সৌন্দর্য্যের শিল্পভান্ডার দেখার সুযোগ করে দিয়েছে । তাইতো সেদিন মুগ্ধ হলাম মাখন ভাস্কর্য্য দেখে। আমি যদিও তা এই প্রথম দেখলাম ও জানলাম । আসলে এই শিল্পের সৃষ্টিকাল সেই প্রাচীন আমলে। মাখন ভাস্কর্য্য সৃষ্টিতে মাখন বা বাটারই একমাত্র মাধ্যম। এর সূচনাকাল তিব্বতে। এটি একটি ancient Tibetan Buddhist tradition. টিবেটিয়ান নববর্ষ ও অন্যান্য ধর্মীয় উৎসবে মাখন ধেনু ( গাভী) ধর্মীয় প্রতীক হিসেবে ব্যবহৃত হত।
উনিশশো শতাব্দীতে নর্থ আমেরিকায় সর্বপ্রথম মাখন শিল্পের সূচনা হয় ও দেশের কৃষিমেলাগুলোতে তা প্রদর্শিত হয়। নর্থ আমেরিকায় যিনি সর্বপ্রথম এই শিল্পের সূচনা করেন উনার নাম ক্যারোলিন ব্রুকস।
মাখন শিল্প প্রক্রিয়ার নানা রকম নিয়ম কানুন আছে তবে
সাধারনত ৬ প্রকার গরুর দুধ থেকে মাখন বানানো হয় , সব মাখনের ঘনত্ব হতে হয় সমান। শিল্পীরা বর্ণনা করেছেন তা কিছুটা হতে হবে কোল্ড ক্রিমের মত। বিশাল বড় রেফ্রিজারেটরের মত শীতল ঘরের মাঝেই কাজ করেন শিল্পীরা।মাখন রাখা হয় পরিষ্কার কাঠের তৈরী কাঠামোতে। প্রথমে বেশী অংশ দিয়েই যা বানানো হবে তার সাধারন আকৃতি দেওয়া হয়।পরে ছোট ছোট মাখন দিয়ে ফুঁটিয়ে তোলা হয় নানা রকম সুক্ষ কারুকার্য্য।
এটি সময় বহূল কাজ। কখনও কখনও দুইদিন থেকে সপ্তাহ বা মাসের পর মাসও লেগে যেতে পারে এক একটি সুক্ষ শিল্প সৃষ্টিতে।
যাইহোক আমার বিস্ময় এই মানুষটি।
Click This Link
তার মত এমন নিখুত কাজ মনে হয় অন্য কারো পক্ষেই করা সম্ভব হয়নি আজ পর্যন্ত। তিনি বলেছেন কাজ করার সময় যেন তার কাজের কোনো রকম ব্যঘাত না ঘটে একারনে তিনি নিশ্বাসটুকু পর্যন্ত আটকে রাখেন। সত্যি এমন মানুষের পক্ষেই হয়তো সম্ভব এমন সব শিল্প সৃষ্টি। বার বার তাকে বরফ শীতল পানিতে হাত ভিজিয়ে নিতে হয় তার অপূর্ব সৃষ্টির জন্য। যেন হাতের তালুর এতটুকু তাপে এত টুকু ক্ষতি না হয় তার সৃষ্টির।
বিধাতা আমাকে ইনার এক কণা ধৈর্য্যও যদি দিতেন।
যারা এতক্ষন মাখন মাখন শুনে বিরক্ত হয়ে গেছেন তাদের জন্য কিছু ভিন্ন রকম শিল্পচিত্র।
গোল্ডবয়দের জন্য গোল্ড দিয়ে বানানো গোল্ড প্যালেস বা স্বর্ণ প্রাসাদ।
ডিটেকটিভ বই পাগল বই পড়ুয়াদের জন্য। বই পড়তে পড়তে ঘুমিয়ে যাবার পর বই থেকে বের হয়ে আসা দস্যু বনহূর যখন বলে হ্যান্ডস আপ।
মিষ্টিকুমড়া ছেঁচকী দিয়ে ভাত খাবার পর, দুপুরে ভাত ঘুমের মাঝে বগী সুন্দরীর গানে ঘুম ভেঙে যখন কোকিলা কন্ঠে গান শুনা যায়,
ময়ুর কন্ঠী রাতের নীলে
আকাশে তারাদের ঐ মিছিলে
তুমি আমি আজ চলো চলে যাই
শুধু দুজনে মিলে।
সেই স্বপ্নবিলাসী বিয়েপাগল মানুষদের জন্য।( স্পেশালী দুরন্ত স্বপ্নচারীর জন্য )
Click This Link
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৪৫