প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে।
(২) নিঝুম দ্বীপ থেকে তোলা ছবি।
(৩) সাগরে মাছ ধরা, টেকনাফের শীলখালীর কাছা কাছি কোথাও থেকে তোলা ছবি।
(৪) কোষা, নরসিংদীর বালুসাইর গ্রাম থেকে তোলা ছবি।
(৫) জেব্রা, বঙ্গবন্ধু সাফারি পার্ক, গাজিপুর থেকে তোলা ছবি।
(৬) আগর ফল, হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে তোলা ছবি।
(৭) সুরমা নদী, সিলেটের ঐতিহাসিক কিন ব্রীজের উপর থেকে তোলা ছবি।
(৮) বৃষ্টি, সিলেটের গোয়াইনঘাটের বিছানাকান্দির কাছ থেকে তোলা ছবি।
(৯) ফিঙে, ঘাস ফুলে বসে থাকা ফিঙের ছবিটা তুলেছি নরসিংদীর বালুচর গ্রাম থেকে।
(১০) রাজহাঁস, নরসিংদীর বথুয়াদী গ্রাম থেকে তোলা ছবি।
(১১) কল্লা শাহের মাজার, আখাউড়া থেকে তোলা রাতের ছবি।
(১২) পারাপার, এই ছবির লোকেশনটা আমার মনে পড়ছে না।
(১৩) তাবু, সোনাদিয়া দ্বীপ থেকে তোলা ছবি।
(১৪) পাহাড়ি গ্রাম জাদিপাই পাড়া, বান্দরবানের গহীন থেকে তোলা ছবি।
(১৫) মাছধরা, গোপালদী, আড়াইহাজার, নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি।
(১৬) নাম না জানা ফুল, শিলং এর নোখালিকা ফলস্ এলাকা থেকে তোলা ছবি।
(১৭) শর্ষে ক্ষেতে বক, নরসিংদীর দোয়ানী গ্রাম থেকে তোলা ছবি।
(১৮) পটকা মাছ, নরসিংদীর দোয়ানী গ্রাম থেকে তোলা ছবি।
(১৯) মাছরাঙা, নরসিংদীর পলাশ থানার রাবান থেকে তোলা ছবি।
(২০) ছোট সোনা মসজিদ, চাপাইনবাবগঞ্জের সিমান্ত এলাকা থেকে তোলা ছবি।
বনে বাঁদাড়ে....২১
বনে বাঁদাড়ে....২২
বনে বাঁদাড়ে....২৩
বনে বাঁদাড়ে....২৪
বনে বাঁদাড়ে....২৫
বনে বাঁদাড়ে....২৬
বনে বাঁদাড়ে....২৭