প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।
২ । সেন্টমার্টিন দ্বীপ থেকে তোলা ছবি ।
৩ । চা গাছের ফুল, তেলিয়াপাড়া, মাধবপুর, হবিগঞ্জ থেকে তোলা ছবি ।
৪ । সফেদা ফল, বান্দারবানের পর্যটন মোটেলের সামনে থেকে তোলা ছবি ।
৫ । না এটা কোন দেশের পতাকা না, একটা অন্ধকারাচ্ছন্ন সকালের প্রথম সূর্যের ছবি এটা ।
৬ । যাই মধু আহরণে..........
৭ । পাখি । বাইক্কা বিল, শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে তোলা ছবি ।
৮ । পদ্মার ভাঙন, জাজিরা, শরিয়তপুর থেকে তোলা ছবি ।
৯ । পালকী, মোহাম্মাদ আলী প্যালেস মিউজিয়াম, বগুড়া থেকে তোলা ছবি ।
১০ । খেয়া, খাক্কান্দা, আড়াইহাজার, নারায়ছগঞ্জ থেকে তোলা ছবি ।
১১ । গুইসাপ, নারায়ণগঞ্জের মদনগঞ্জ থেকে তোলা ছবি ।
১২ । বাড়ি, সোনাদিয়া দ্বীপ থেকে তোলা ছবি ।
১৩ । পালের নাও, মানিকপুর ফেরিঘাট, আড়াইহাজার, নারায়নগঞ্জ থেকে তোলা ছবি ।
১৪ । গাব গাছ, নরসিংদীর নুরালাপুর গ্রাম থেকে তোলা ছবি ।
১৫ । তাবু ও তার বাসিন্দা, নিঝুম দ্বীপ থেকে তোলা ছবি ।
১৬ । মাজার, এই স্থানের নাম আমি জানিনা, সিলেট যাবার পথে ব্রাক্ষনবাড়িয়ার কোন স্থানে আছে এটি ।
১৭ । বালাপুর জমিদার বাড়ি, মাধবদী, নরসিংদী থেকে তোলা ছবি ।
১৮ । মাছ ধরা, কোন এক গ্রাম থেকে তোলা ছবি ।
১৯ । সব শেষে দার্জিলিং এর টাইগার হিলে আমার একটা ছবি

বনে বাঁদাড়ে........১
বনে বাঁদাড়ে...... ২
বনে বাঁদাড়ে...... ৩
বনে বাঁদাড়ে......৪
বনে বাঁদাড়ে......৫
বনে বাঁদাড়ে......৬