রেল লাইন ধরে পায়ে হেঁটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন। ইতিমধ্যেই আমরা হাটা শেষ করে ফেলেছি,,,,,,,, ঢাকা থেকে চিটাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক স্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি স্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি প্রতি সপ্তাহে আমার হাটা চলতেই থাকবে । বিশেষ সমস্যা না হলে কোন সপ্তাহ’ই আমি হাটা বন্ধ করবো না।
স্টেশনের অবস্থানঃ এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া উপজেলায় অবস্থিত একটা স্টেশন।
(২) গঙ্গাসাগর পার হয়ে আমরা এই পথেই দীর্ঘ হাটা..........
(৩) ধান ক্ষেতের মাঝখানে কৃষাণের গরু........
(৪) আমাদের হেটে চলা.........
(৫) সবুজের মাঝে গাঁয়ের বধু।
(৬) এ পথেই চিটাগাং এর দিকে আমাদের হেটে চলা.......
(৭/৮) দু'টি ফুল।
(৯) কাকতাড়ুয়া।
(১০) সবুজ ধানের ক্ষেতে একটি মঠ।
(১১) সেচ..........
(১২) ওরা রেল লাইনেই খেলছিল, অতপরঃ ক্যামেরায় পোজ.....
(১৩) চলন্ত ট্রেনের পেছন দিকের ছবি।
(১৪) না আত্মহত্যার উদ্দেশ্যে নয়, রেল গাড়ি আসার সময় রেল লাইনে কেমন শব্দ হয় তাই কান পেতে শোনের চেষ্টা।
(১৫) এক সময় চলে আসে কাছে।
(১৬) এই পথ চলা যেন অনন্তের পথে.........
(১৭) চলন্ত ট্রেনের পাশে দাড়িয়ে তোলা ছবি।
(১৮) এক সময় চলকে এলাম ইমামবাড়ী, না এটা কোন ইমাম সাহেবের বাড়ী নয়, এটা একটা রেল স্টেশনের নাম।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং - ২৪ ( আখাউড়া )
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং - ২৬ ( ইমাম বাড়ী )