ভালোবাসার মানুষটির উপর অভিমান হতেই পারে,
কিন্তু তাকে ভুলেও অবহেলা করবেন না।
তাকে আকঁড়ে ধরে রাখতে চাইলে রাখতেই পারেন,
কিন্তু তাকে গলা চেপে মেরে ফেলবেন না।
একটি সম্পর্ক গড়তে বিশ্বাস, প্রশ্রুতি, মায়া, এবং ভালোবাসার প্রয়োজন হয়,
অথচ সেই সম্পর্কটি ভাঙ্গতে এতো কিছুর প্রয়োজন হয় না।
আপনি যখন একটা মানুষকে দিনের পর দিন অবহেলা করবেন, হাজারটা অজুহাত দেখিয়ে, তখন সে আস্তে আস্তে দূরে যেতে যেতে একদিন হঠাৎ আপনার জীবন থেকে হারিয়ে যাবে।
আর আপনার জন্য রেখে যাবে বুক ভরা আফসোস, চাইলেও সে আর আপনার জীবনে ফিরে আসবে না।