somewhere in... blog

আপনিও পারবেন ইংরেজিতে অনর্গল কথা বলতে (কথা দিলাম)। জাস্ট এই ১০ টি টিপস ফলো করুন। আরও আছে কেন আপনি কোনদিনই ইংরেজি শিখতে পারবেন না, তার কারণ ও প্রতিকার

০৫ ই মার্চ, ২০১৫ ভোর ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংরেজি আমাদের জীবনের জন্য একটা অতি প্রয়োজনীয়
ভাষা হয়ে দাঁড়িয়েছে। আমরা আজকাল প্রতিনিয়ত ইংরেজীর
মুখোমুখি হচ্ছি। যাই হোক, ইংরেজির
প্রয়োজনীয়তা বলে বলে পোস্টটি অতিরিক্ত বড়
করতে চাচ্ছি না। কারণ আপনারা জানেন কেন
ইংরেজি শিখতে হবে আর তাই এই পোস্টটি পড়তে শুরু
করেছেন।
এবার তাহলে টিপস গুলো দেখে নেওয়া যাকঃ
(১) ইংরেজিতে চিন্তা করুনঃ আমি আপনাকে প্রথমেই এই
কথাটা বলব, "ইংরেজিতে ভাবুন" ইংরেজি শেখার জন্য।
কিভাবে ভাববেন, কী ভাববেন?
সবকিছুই ইংরেজিতে ভাবুন।
আগে যা যা মনে মনে বাংলায় ভাবতেন
তা ইংরেজিতে ভাবতে শুরু করে দিন। এখন কি করব, বন্ধুর
সাথে কোথায় যাবো, সব কিছু ইংরেজিতে ভাবতে শুরু করুন।
এবার দেখবেন, আপনি আপনার ভাবনার অনেক শব্দের
মানে জানেন না। তখন কি করবেন?
এই জন্যইতো গুগল ট্রান্সেলেটর। তাছাড়াও আরও অনেক
বাংলা অভিধান ইন্টারনেটে আছে। কিংবা ভালো কোন
ডিকশনারী পিসিতে কিংবা স্মার্টফোনে ইন্সটল
দিয়ে রাখুন। এবার প্রয়োজনীয় বাংলা শব্দটির
ইংরেজি জেনে নিন।
(২) ইংরেজি উপন্যাস পড়ুনঃ বই
পড়া নিঃসন্দেহে ভালো অভ্যাস। কাজেই বই
পড়া মিশনে নেমে পড়ুন। এবার আপনার প্রথম দায়িত্ব হল,
আগে বের করে নেওয়া আপনি কোন ধরনের বই বেশী পছন্দ
করেন। আপনার পছন্দের
ঘরনা থেকে ইংরেজি বইটি বেছে নিন। প্রথম
দিকে হালকা এবং সহজ ইংরেজিতে লেখা এমন বই পড়ুন।
এতে করে আপনি আনন্দে আনন্দে ইংরেজি শিখতে পারবেন।
বই কেনার ইচ্ছা না থাকলে ইন্টারনেটতো রয়েছেই। পছন্দের
বইটি ডাউনলোড করে নিন কিংবা অনলাইনেই পড়ুন।
(৩) ইংরেজি পত্রিকা পড়ুনঃ দেশ-বিদেশের খবর
রাখলে দেখবেন এই যুগের মানুষের সাথে বেশ
সুন্দরভাবে আপনি মিশতে পারছেন আর বিভিন্ন আলোচনায়
আংশ নিতে পারছেন। এই জন্যই আপনার পত্রিকা পড়া উচিত।
কিন্তু সেটা যদি ইংরেজিতে হয় তাহলে নিশ্চয়ই আরও ভালো।
তাই না? হ্যা ঠিক তাই। কাজেই এর পরে যখন পত্রিকা কিনবেন
আশা করি ইংরেজি পত্রিকা কিনবেন। আর এই ডিজিটাল
যুগে অনলাইনতো আছেই আপনার জন্য।
ইচ্ছা করলে ইন্টারনেটে ইংরেজি পত্রিকা পড়তে পারেন।
(৪) ডায়েরী লিখুন ইংরেজিতেঃ
ডায়েরী লেখা একটা ভালো অভ্যাস। ধরুন আপনি একজন
বিখ্যাত ব্যক্তি হয়ে গেলেন তখন আপনার
জীবনী লেখাতে কাজে লাগবে । আর তা না হলেও
সমস্যা নেই। আপনি ইংরেজিতে ডায়েরী লেখা চর্চা করুন।
কি লিখবেন? আচ্ছা, সাহিত্য না লিখলেও চলবে। সারাদিন
যা করছেন, তাই লিখুন এক পৃষ্ঠা। এতে আপনার রাইটিং স্কিল
বাড়বে।
(৫) ইংরেজি সিনেমা দেখুনঃ সিনেমা দেখতে কে-ই
না পছন্দ করে! সবাই কম বেশি সিনেমা দেখে। এখন
থেকে ইংরেজি সিনেমা দেখুন। ওদের
প্রযুক্তি দেখে দেখে পুলকিত হবেন। কে জানে কবে, আপনিও
এমন কিছু তৈরী করে ফেলেন! হু, ইংরেজি সিনেমা দেখুন
ইংরেজি সাব-টাইটেলসহ। প্রায় সকল ইংরেজি সিনামার
সাবটাইটেল পাবেন গুগলে। প্রথমে সাব-টাইটেলসহ দেখুন,
কিছুদিন পরে সাব-টাইটেল ছাড়াই দেখুন। এতে আপনার
ইংরেজি লিসেনিং স্কিল বাড়বে।
( ৬) ইংরেজি সংবাদ দেখুনঃ ঐ যে, ঐ কথা । আপডেট
থাকতে পারছেন আবার লিসেনিং স্কিল বাড়তেছে। কাজেই
এখন থেকে যখন সংবাদ দেখবেন তখন সংবাদ
ইংরেজিতে দেখার চেষ্টা করুন।
(৭) সঙ্গী খুঁজুনঃ আপনার মত আরেকজনকে খুঁজে বের করুন,
যে আপনার মতই ইংরেজি শিখতে চাচ্ছে। তারপরে দুজন
আলোচনা করুন। ইংরেজিতে কথা বলুন। প্রয়োজনে দুজন একই
বই কিনে একই জিনিস পড়ে চেষ্টা করুন ঐ সকল
ব্যাপারে কথা বলতে ।
(৮) শব্দভান্ডার বাড়ানঃ এই ভোকাবুলারি সবাই
আগে শিখতে বলে। আর আমি এটা প্রায় শেষের দিকে দিলাম।
কারণ এ পর্যন্ত আপনি জীবনে নিশ্চয়ই কম
ভোকাবুলারি শিখেন নাই, তবুও
ইংরেজিতে কথা বলতে পারেন না। তাই শেষের
দিকে এনে দিলাম। যাই হোক, প্রতিদিন অন্তত ১০
টি বিষয়ভিত্তিক বা প্রয়োজনীয় ইংরেজি শব্দার্থ
শিখে নিন।
(৯) ইংরেজি কথপোকথন পড়ুনঃ ইংরেজি কনভারসেশন পড়ুন।
এতে আপনি কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় তার পূর্ণ
ধারণা পাবেন। এবার কোন বন্ধু কিংবা পরিবারের
কারো সাথে চর্চা করুন কনভারসেশনটি।
(১০) অনুশীলন... অনুশীলন... অনুশীলনঃ অনেকেই
আছে ইংরেজি শেখার জন্য প্রায় সবকিছুই করে কিন্তু
সেটা বড়জোড় ৭ দিনের জন্য। জেনে রাখুন
এটা করলে আপনি কোনদিনই ইংরেজি আয়ত্ত্ব করতে পারবেন
না। কাজেই লেগে থাকুন। খুব বেশি হলে তিন মাস। তিন
মাসেই আপনি ইংরেজির সমদ্র
হয়ে যাবেন। আর আমরা ঐ সমুদ্রে মাঝে মাঝে জাহাঝ
নিয়ে যাবো :v ।
*** এবার কিছু কথা বলে রাখি,
কি কি কারণে আপনি কোনদিনই ইংরেজি শিখতে পারবেন
নাঃ
(১) আমার উপরের প্রক্রিয়াটি যদি বলেন দীর্ঘমেয়াদি আর
সময় সাপেক্ষ তাহলে এটাই যথেষ্ট আপনার
ইংরেজি না শিখতে পারার জন্য। কারণ আপনি
জীবনে কমপক্ষে ১০ বছর ইংরেজি প্রাইভেট পড়ে কাটাইছেন।
তাতে লাভটা কি? কিছুই না, আপনি কিছুই শিখতে পারেন
নাই। এজন্যই উপরের প্রক্রিয়াটি ফলো করুন।
(২) একাডেমিক পড়া নিয়ে পড়ে থাকলেই হবে না।
হয়তো একটা সিলেবাসের অংশ
পড়ে ইংরেজিতে ভালো রেজাল্ট করা যায় কিন্তু সত্যিকার
অর্থে ইংরেজি শেখা হয় না। ইংরেজি শেখার জন্য
লাগবে নিজের আলাদা প্রচেষ্টা, শুধু পরীক্ষার রেজাল্ট নয়
(এটা ইংরেজির পাশাপাশি সব বিষয়ের ক্ষেত্রেই প্রযোয্য)।
(৩) সংকোচ করলে পারবেননা ইংরেজি শিখতে।
অনেকে লজ্জা পান
ইংরেজি কারো সামনে বলতে কিংবা ভাবেন আরও একটু
ভালো করে শিখে নেই তখন বলব। এমন
করলে আপনি বুড়ো হয়ে যাবেন তবুও আপনার
ইংরেজি বলা হয়ে উঠবে না। কাজেই যা পারেন তাই বলেন।
দেখবেন আপনি ধীরে ধীরে কিন্তু সত্যিই সাফল্যের
দিকে এগুচ্ছেন।
আত্মবিশ্বাসী হন। আর লেগে থাকুন। সাফল্য
এসে ধরা দিবেই দিবেই দিবেই। কথা দিলাম।।
লেখক: Tuner ইউনুস আহমেদ কোমল

আরো গুরুত্বপূর্ণ পোস্ট পেত এখান থেকে ঘুরে আসুন
৪৫৬ বার পঠিত
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দৃষ্টি আকর্ষণঃ সৌহার্দ্যপূর্ণ ব্লগ কমিউনিটি গঠনের আহ্বান।

লিখেছেন সামহোয়্যারইন ব্লগ টিম, ২৪ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:২৫

সম্মানিত ব্লগারগণ,

আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সামহোয়্যারইন ব্লগ টিমের পক্ষ থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যা আমাদের এই কমিউনিটির পরিবেশকে আরও সুন্দর, সমৃদ্ধ এবং... ...বাকিটুকু পড়ুন

মুক্তিযুদ্ধ’ তাহলে আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি আবারো প্রমাণ হলো!

লিখেছেন এ আর ১৫, ২৪ শে নভেম্বর, ২০২৪ ভোর ৫:৪১

মুক্তিযুদ্ধ’ তাহলে আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি আবারো প্রমাণ হলো!
মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করেছে মিথ্যা নয়। ডান/বামদের দাবী মুক্তিযুদ্ধের ‘আওয়ামী ন্যারিটিভ’ দিয়ে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের দলীয় ইতিহাস বানিয়ে ফেলা... ...বাকিটুকু পড়ুন

বিরাট ব্যাপার-স্যাপার | রম্য =p~

লিখেছেন জটিল ভাই, ২৪ শে নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নিজের মোবাইল... ...বাকিটুকু পড়ুন

চাই সরাসরি দুইস্তর বিশিস্ট প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি শক্তিশালী নির্বাচন কমিশন: নতুন বাংলাদেশের অঙ্গীকার

লিখেছেন বিদ্রোহী ভৃগু, ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৪

ভূমিকাঃ

ছাত্র-জনতার সফল জুলাই বিপ্লবের পর আজ বাংলাদেশ গণতন্ত্র, মৌলিক মানবাধিকার, আইনের শাসন ও প্রকৃত উন্নয়নের এক নতুন পথে যাত্র শুরু করেছে। নোবেল লরিয়েট ড। ইউনূসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার... ...বাকিটুকু পড়ুন

সুপার সানডে : সংঘর্ষ ও নৈরাজ্যের পথে বাংলাদেশ!

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭


আজকের দিনটি বাংলাদেশের সচেতন মানুষের দীর্ঘদিন মনে থাকবে। এত সংঘর্ষ ও মারামারি অনেকদিন পর ঢাকাবাসী প্রত্যক্ষ করলো। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে মানুষ আগে থেকেই উদ্বিগ্ন তার উপর বিভিন্ন অবরোধ... ...বাকিটুকু পড়ুন

×