somewhere in... blog

বাংলা ব্লগিং জগতের অন্যতম নক্ষত্র, আমাদের প্রিয় ইমন জুবায়ের ভাই আর আমাদের মাঝে নেই........

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন........


আমাদের খুব প্রিয় ইমন ভাই, নগরঋষি ইমন ভাই আর কোনদিন লিখবেন না আমাদের সাথে।
গতকাল রাতে শ্বাসকষ্ট জনিত সমস্যায় বাংলা ব্লগের সবচেয়ে নিঃস্বার্থ, নিবেদিত ব্লগার ইমন জুবায়ের আমাদের সকলকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেলেন না ফেরার দেশে।

ইমন ভাই সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই........... বিশ্ব সভ্যতা, বাংলাদেশের ইতিহাস, দর্শন, ধর্ম,সুফি মরমিবাদ, শাস্ত্রীয় সংগীত, চিত্রকলা থেকে শুরু করে মিথলজি, বাংলা সাহিত্যের সকল শাখায় তাঁর সমান বিচরন ছিল।

বিখ্যাত ব্যান্ড দল ব্ল্যাক' এর গীতিকার (তিনি ব্ল্যাকের প্রায় ৩০টি গান রচনা করেছেন) ইমন জুবায়ের ভাই ইতিহাস চর্চা ছাড়াও ছোট গল্প এবং কবিতা লিখতেন। বাংলা ব্লগে সব চাইতে বেশি সংখ্যক মৌলিক ছোট গল্প লেখার কৃতিত্ব সম্ভবত তাঁরই ছিল।


প্রচন্ড নির্মোহ ও অন্তর্মুখী ব্লগার ছিলেন 'ইমন জুবায়ের' ভাই। গত চার বছরের কিছু বেশী সময়ে অসংখ্য এবং বিবিধ বিষয়ে তথ্য সমৃদ্ধ লেখার মাধ্যমে বাংলা ব্লগ জগতকে সমৃদ্ধ করে তুলেছিলেন। ২০১১ সালে আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগীতায, ডয়েশে ভ্যালেতে বেস্ট বাংলা ব্লগ ক্যাটাগরিতে তিনি মনোনায়ন পেয়েছিলেন (পরে সেটা প্রত্যাহার করে নিয়েছিলেন)।

ইমন ভাই শুধু সামহোয়্যারইন ব্লগে লিখেলেও তিনি ছিলেন পুরো বাংলা ব্লগ জগতের 'সম্পদ'।

২০১৩ জানুয়ারী মাসের তিন তারিখে তিনি তাঁর সর্বশেষ পোস্টটি দিয়েছিলেন সামহোয়্যারইন ব্লগে এবং এটা ছিল তাঁর দেড় হাজারতম পোস্ট!



এই কিংবদন্তী ব্লগারের জন্য রইলো আমাদের সকলের মনের গভীরতম স্থান থেকে শ্রদ্ধা আর ভালবাসা।

আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি .........



ইমন জুবায়ের ভাইয়ের মরদেহ এখন শান্তিনগরে কনকর্ড টাওয়ার লেভেল-৪ এ নিজ বাসায় রাখা আছে।


নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বাদ জুম্মা আমিনবাগ জামে মসজিদে।

জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।



আমি আর বিশেষ কিছুই লিখতে পারছি না......যে আমি এই ব্লগে তাঁর জন্মদিনের পোস্ট দিয়েছি, ডয়েশে ভ্যালেতে মনোনায়িত হবার খবর জানিয়ে পোস্ট দিয়েছে....আজকে সেই আমাকে, আমার এত প্রিয়, কাছের একজন মানুষের অকাল প্রস্থানের খবর জানাতে হচ্ছে......আমার চাইতে বেশি দূর্ভাগা আজকের এই দিনে কে আছে..........




চির শান্তিতে থাকুন ইমন ভাই।


সবাই দোয়া করবেন তাঁর জন্য.........





ইমন ভাইয়ের হাতে রাগ পুরবী

ইমন জুবায়ের জন্মগ্রহন করেছিলেন ১৯৬৭ সালের ১৭ই ফেব্রুয়ারী, ঢাকায়। বাবা আবদুল মালেক পাটোয়ারী ছিলেন একজন আইনজীবী, মা নুরুন্নেসা হামিদা বেগম। চার বোনের এক ভাই ইমন জুবায়েরের অনেক নোট এবং লেখায় তাঁর স্নেহময়ী মাতামহী আমেনা খাতুনের কথা এসেছে বারবার।

স্কুল জীবন কেটেছে ঢাকা উইলস লিটল ফ্লাওয়ারে (১৯৮৪), এরপর ঢাকা সিটি কলেজে কলেজ জীবন শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতোকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ছিলেন জসিমুদ্দীন হলের অনাবাসিক ছাত্র। ।
পছন্দ করতেন ক্রিকটে খেলা, এই বিষয়ে আমার যতদূর মনে পড়ে তার পোস্টও ছিল বেশ কিছু, পছন্দের দল প্রথমে বাংলাদেশ, এরপর ওয়েস্ট ইন্ডিজ। পছন্দের ফুটবল দল ছিল মোহামেডান।

আর পছন্দ করতেন বই পড়তে, প্রচুর বই পড়তে....



চিরকুমার এই প্রাজ্ঞ মানুষটি ব্লগেই তাঁর কিছুটা
জীবনী মূলক লেখা শুরু করেছিলেন, কিন্তু শৈশব ছাড়িয়ে যৌবনের ইমন ভাইকে আমরা আর তাঁর লেখার মাধ্যমে জানতে পারলাম না...........





ইমন জুবায়ের ভাইয়ের প্রতি ব্লগারদের শ্রদ্ধাঞ্জলি....

দু:খজনক সংবাদ: ব্লগার ইমন জুবায়ের আর নেই

ইমন জুবায়ের ভাই, আপনার সাথে একবার দেখা করার ইচ্ছে ছিলো

ব্লগের ব্যানারে কালো ব্যাজ টাঙ্গানো হোক, আরও একটি আবেদন।

ব্লগার ইমন জুবায়ের আর নেই

বাংলা ব্লগের একজন হুমায়ূন আহমেদ ছিলেন ব্লগার ইমন জুবায়ের ভাই ।

আমার ইমন জুবায়ের ভাইয়া

ইমনভাই আর আসবেন না কিন্তু তিনি বেঁচে থাকবেন অগুনিত পাঠক , ব্লগারদের মনে।

ইমন ভাই - আমরা আপনাকে কখনো ভুলবো না, ভুলে যাওয়া সম্ভবও নয় !

আপনাকে খুব বেশি মনে পড়বে ইমন যুবায়ের

ইমন মাঝির তিন তক্তার নৌকা আমার ভরশা, আমাদের ভরশা

ইমন জুবায়ের: থাকো হে গল্প

শেষ দেখা-ইমন জুবায়েরঃ জানাজা শেষে তোলা ভিডিও ইমন জুবায়ের : শেষ দেখা

অন্ত্যজ বাঙালী, আতরাফ মুসলমান ...একজন ইমন জুবায়ের ভাই

চির শান্তিতে থাকুন ব্লগার ইমন ভাই, সবাই দোয়া করবেন তাঁর জন্য.........

সামুর প্রতি একটু অনুরোধ।

চলে গেলেই বুঝতে পারি, এসেছিলে তুমি...

ইমন জুবায়ের ভাইয়ের অকাল প্রয়াণে তার সম্পর্কে অনুভূতির একটি সংকলন।

ইমন জুবায়ের ভাইয়ের প্রয়ানে শোকাহত। আমার কবিতাটি তাই তাকেই উত্সর্গ করলাম। আপনার আত্নার মাগফেরাত কামনা করছি

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/ ...।জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।

ইমন; আলসেমী অনেক হল, এবার উঠুন

নাগরিক এক বাউলের মহাপ্রয়াণ। বিদায়, ইমন জুবায়ের। আমরা আপনার পায়ের ছাপ ধরে এগিয়ে যাব, আবার একদিন দেখা হবে।

ব্লগার ইমন জুবায়ের কে আমার ভালো লাগত না ..................

এক আধুনিক কলম যাদুকরের অকাল প্রস্থান ----ইমন যুবায়ের এর জন্য শোক গাথা

হে ঋষি , মরমী, ইমন জুবায়ের ! আজ আমরাই বাউল, অচেনা নদী , শূণ্যতার ভিটেয় দাঁড়িয়ে গুনছি আপনার জ্যোতির্ময় ঘুম !

ইমন জুবায়েরের অদৃশ্য ভালবাসায় শিক্ত আজ ব্লগ সমাজ।

ইমন জুবায়ের: এমন শ্রদ্ধা আদায় করতে পারে কয়জন?

সামহোয়ারইনব্লগে "ইমন জুবায়ের সম্মাননার" প্রবর্তন করার সিদ্ধান্ত নেয়া হোক।

ঘুমান ইমন জুবায়ের




আপডেট:

ইমন জুবায়ের ভাইয়ের মরদেহ বেলা ১২.৪০ এর দিকে আমিনবাগ মসজিদে (শান্তিনগর, টুইন টাওয়ারের কাছে) নিয়ে যাওয়া হয়, সেখানে বাদ জুমা নামাজে জানাজা অনুষ্ঠিত হচ্ছে।
বর্তমানে সেখানে উপস্থিত আছেন ব্লগার এবং ইমন ভাইয়ের কাজিন সোহারাব সুমন ভাই, ব্লগার কৌশিক ভাই, অন্যমনস্ক শরৎ, দূর্যোধন, সুনীল সমুদ্র ভাই সহ আরো অনেকে.......


মরদেহ আজিমপুর কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে.....



একটা বিশেষ দৃষ্টি আকর্ষণ:


গতকাল 'অপর বাস্তব' টিম থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে, ইমন জুবায়ের ভাইয়ের স্মৃতির প্রতি সন্মান জানাতে এবারের ব্লগারদের বই 'অপর বাস্তব' হুমায়ুন আহমেদকে নিয়ে ব্লগারদের লেখার পাশাপাশি ইমন জুবায়ের-এর লেখায় সমৃদ্ধ হবে।


ইমন জুবায়ের ভাইয়ের দেড় হাজার লেখার প্রতিটিই এত চমৎকার যে এত অল্প সময়ের মধ্যে আসলে সম্পাদকের একার পক্ষে কাজটা করা সম্ভব নয়।

তাই সকলের কাছে অনুরোধ, ইমন জুবায়ের ভাইয়ের লেখাগুলো থেকে আপনারা আপনাদের পছন্দের সেরা পাঁচটি লেখার লিংকসহ মন্তব্যের ঘরে জমা দিন এই পোস্টে .....

এবারের অপর বাস্তব উৎসর্গ করা হচ্ছে আমাদের প্রিয় ব্লগার ইমন জুবায়ের কে। অপর বাস্তব-এ উনার লেখা নির্বাচনে সহব্লগারদের কাছে সাহায্য চাইছি।

লেখা জমা দেবার শেষ তারিখ আগামী ৬ জানুয়ারী ২০১৩ রাত ১২টা পযর্ন্ত (বাংলাদেশ সময়)।



সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৩
৪৭৯টি মন্তব্য ২৭টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতার ঘোষক কে?

লিখেছেন এম ডি মুসা, ০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৭

মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৯৫৭ সালের কাগমারী সম্মেলনে "আসসালামুয়ালাইকুম" বলে পাকিস্তানকে বিদায় জানানোর ঘটনা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি ঐতিহাসিক মাইলফলক। তিনি তখন পূর্ব বাংলার জনগণের অধিকার, ভাষা, ও স্বাধীনতার... ...বাকিটুকু পড়ুন

মেজর ডালিমের অজানা তথ্য

লিখেছেন আবদুর রব শরীফ, ০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:২৯

সাভারে ১৯৬৮ সালে মেজর ডালিমের পিতা শামসুল হক নিজ নামে একটা স্কুল প্রতিষ্ঠা করেন। স্কুলটির নাম ছিল মুশুরিখোলা শামসুল হক উচ্চ বিদ্যালয়। ২০২২ সালে শেখ হাসিনার নির্দেশে বিদ্যালয়টির নাম থেকে... ...বাকিটুকু পড়ুন

সেলিম অনোয়ারের ব্যান নিয়ে আপনি কিছু বলছেন না কেন?

লিখেছেন জেনারেশন৭১, ০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৫



এই ব্লগে কাকে ব্যান, সেমিব্যান, কমেন্ট ব্যান করলে আপনি খুশী হয়ে থাকেন? চাঁদগাজী/সোনাগাজীকে নিশ্চয়ই; এটা ভালো! চাঁদগাজী/সোনাগাজী "ব্যক্তি আক্রমণ" করে থাকে। সেলিম আনোয়ার কি আক্রমণ... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্র করে অন্য দেশের সাহায্য নেয়া আওয়ামীলীগের পুরানো অভ্যাস

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:২৭

বহুদিন পর্যন্ত এই দেশের লোক জানতো যে আগরতলা ষড়যন্ত্র মামলা মিথ্যা ছিল। জনগণের ধারণা ছিল শেখ সাহেবকে শায়েস্তা করার উদ্দেশ্যে পাকিস্তানের শাসকরা এই মামলা সাজিয়ে ছিল। কিন্তু বেশ কয়েক... ...বাকিটুকু পড়ুন

ধর্মীয় অনুশাসন বনাম আধুনিকতা: লিভ টুগেদার, সমকামিতা ও পরকীয়া নিয়ে ইসলাম কি বলে?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৬:৩৪

ইসলামে বিয়ের পূর্বে নারী ও পুরুষের মধ্যে যৌন সম্পর্ক বা লিভ টুগেদার সম্পূর্ণ হারাম। ইসলামে বিয়ের আগে পরস্পরকে জানার এবং বোঝার সুযোগ আছে, কিন্তু তা অবশ্যই শরীয়তসম্মত সীমার মধ্যে... ...বাকিটুকু পড়ুন

×