এবারেও বিশ্বের বিভিন্ন ভাষার বিভিন্ন ক্যাটাগরিতে ডয়েশে ভ্যালে ব্লগ প্রতিযোগীতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেস্ট বাংলা ব্লগ ক্যাটাগরিতে সামহোয়ারইন ব্লগের ৭৪০০০ ব্লগারের মাঝে এবার মনোনয়ন পেয়েছেন ইমন জুবায়ের।
আমাদের এক সহ ব্লগার রাইসুল জুহালার দৃষ্টিতে " ইমন জুবায়ের কোন ব্যাক্তি না, বরং একটা জনা পঁচিশেক কর্মকর্তা-কর্মচারী নিয়ে একটা অফিসের নাম! এত পড়া, এত লেখা আর এত বিষয়বৈচিত্র্য একজনের পক্ষে আমি অসম্ভবই মনে করি।"
ইমন ভাইয়ের ব্লগে একবার ঢু দিলেই এই কথার প্রামাণ পাওয়া যায়।
বিশ্ব সভ্যতা , দার্শনিক বিশ্লেষণ, বাংলার ইতিহাস , মিথোলজি থেকে শুরু করে বিখ্যাত ব্যাক্তিদের জীবনী , সুফি মরমীবাদ ইতিহাসের সব শাখায় তাঁর সমান বিচরণ।
বিখ্যাত ব্যান্ড দল ব্ল্যাক' এর গীতিকার (তিনি ব্ল্যাকের প্রায় ৩০টি গান রচনা করেছেন) ইমন জুবায়ের ইতিহাস চর্চা ছাড়াও গল্প লেখেন। সমসাময়িক বিষয়গুলি নিয়ে লেখার উৎসাহ। নারী অধিকারের প্রতি স্বোচ্চার এই লেখকের লেখায় ঈভ টিজিং, অ্যাসিড নিক্ষেপের মত ঘটনা ফুটে ওঠে।
অ্যাসিড রেইন গল্পটি সেরকম একটি গল্প, আবার "আরও একজন" গল্পে নারী নির্যাতনের স্বরূপ উঠে এসেছে। উঠে এসেছে দোররার আঘাতে নিহত হেনা।
ঈভ টিজিং নিয়েও বেশ কটি গল্প লিখেছেন View this link ।কখনও বাংলার ইতিহাসও উঠে এসেছে তাঁর গল্পে, তাকে আমারা দেখি কবিতার জীবনান্দ দাশের "পথ হাঁটা" " ইংরেজী অনুবাদেও।
ব্লগ ছাড়াও উনি ছোট কাগজে লেখেন। ছোট কাগজের নাম: "শিরদাঁড়া।" এ পর্যন্ত ৪টি লেখা বেরিয়েছে, "আমার তো কপিলে বিশ্বাস", "পূর্বাহ্ণের আগুন", "অন্ধকারে সব মুছে যাবার আগে" এবং এ বছর "আগুনের গলি" বেরিয়েছে।
নির্মোহ ও অন্তর্মুখী এই ব্লগার 'ইমন জুবায়ের' গত দু'বছরের কিছু বেশী সময়ে অসংখ্য এবং বিবিধ বিষয়ে তথ্য সমৃদ্ধ লেখার মাধ্যমে বাংলা ব্লগকে সমৃদ্ধ করে তুলেছেন। ব্লগের মাধ্যমে জ্ঞান ও জানার ক্ষেত্রে একজন পাঠক কতটা লাভবান হতে পারে তা ইমন জুবায়ের এর ব্লগে ঢুকলে উপলব্ধি করা যায়।
সুতারং এখন তাকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কর্তব্য।
যেভাবে ভোট দিবেন
এই খানে ক্লিক করে View this link ডয়েশে ভ্যালের সাইটে সরাসরি চলে যান। পেইজের উপরের ডান দিকের অপশন থেকে ফেইসবুক/টুইটার এ্যাকাউন্টে লগইন করুন।
IN THE CATEGORY অপশনের ড্রপ ডাউন থেকে Best Blog Bengali সিলেক্ট করুন, তারপর I VOT FORE অপশন থেকে 'ইমন জুবায়রের Emon Jubair's Blog সিলেক্ট করে গোলাপী রংয়ের ভোট বাটনে ক্লিক করুন, ব্যাস দেয়া হয়ে গেল আপনার ভোট

প্রতি ক্যাটাগরিতে একজন ফেইসবুক, টুইটার ব্যাবহারকারী প্রতি ২৪ ঘন্টায় একবার ভোট দিতে পারবেন এবং ভোট দেয়া যাবে আগামী ১১ এপ্রিল ২০১১ পর্যন্ত ।
ইমন জুবায়ের সামহোয়ারইনের গর্ব, অলংকার................................
আসুন আমরা সবাই রোজ একবার ভোট দিয়ে ইমন জুবায়েরকে জয়যুক্ত করি।
সংযোজন: বেস্ট বাংলা ব্লগের পাশাপাশি আরও ছয়টা ক্যাটগরিতে ছয় জন বাংলাদেশীর ব্লগ প্রতিযোগীতা করছে, তাদের সম্পর্কে জানতে এবং সচিত্র ভোট দেবার পদ্ধতিটা দেখার জন্য জিশান শা ইকরামের এই পোস্টটা দেখতে পারেন "আসুন বাংলাকে ভালবেসে ব্লগীয় ভোটে অংশ গ্রহন করি"।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১৮