
বসে আছি খোলা আকাশের নিচে
ভেজা চোখে তাকিয়ে আছি ঐ আকাশে
আমার চার পাশে সব আছে
নেই শুধু তুমি..মা পাশে ।
মন বলে আসবে তুমি, ধরবে আমায় জড়িয়ে,
তাই তোমার আশায় বসে আছি মা
ঐ আকাশের দিকে তাকিয়ে ।
তুমি কোথায় গেলে মাগো
কাউকে কিছু না বলেই , কার কাছে রেখে গেলে
তুমি তোমার খোকাকে?
তোমার খোকার আজ সব আছে
নেই শুধু মা তুমি পাশে ।
তাই তোমার খোকা তোমায় খুঁজে মাগো দিন রাতে ।
তুমি একবার এসো না ,
তোমার খোকার চোখ থেকে কতো অশ্রু ঝরে
তা কি মা তুমি দেখোনা ?
তার চোখের অশ্রু মুছে তোমার বুকে
তাকে টেনে নাওনা মা -
মা তুমি একবার আসোনা ।
মা দীর্ঘদিন আমাদের সঙ্গে নেই, তবু আছেন আমাদের জন্য তাঁর প্রার্থনায় । ১৭ আগষ্ট মায়ের মৃত্যুদিন । আল্লাহ মাকে শান্তি দিক ।