ভ্রমণ আমার প্রিয় কাজের একটি। পুরো বিশ্ব ঘুরে দেখার শখ আছে কিন্তু সামর্থ্য নাই। তবু সামর্থ্যের মধ্যে যেটুকু সম্ভব ততটুকু ঘুরাঘুরি প্রতি বছরই করা হয়। এছাড়াও কাজের সুবাদেও বিভিন্ন স্থানে ঘুরা হয়। আর জীবনসঙ্গীরও ঘুরাঘুরির বাতিক আমার মতই। যেকারণে লম্বা ছুটি পেলেই দু'জনে বের হয়ে পড়ি। গত বছর বিভিন্ন জায়গায় ভ্রমণ ও অবকাশ যাপনের মধ্যে একটি জায়গা খুবই ভালো লেগেছিলো। আজকের ব্লগটি সেই জায়গার ছবি দিয়ে সাজালাম।
ছবির স্থানটির নাম হচ্ছে দুসাই রিসোর্ট এন্ড স্পা, ঢাকা থেকে প্রায় ২০০ কি.মি. দূরে মৌলভীবাজারে রিসোর্টির অবস্থান।
রিসোর্টির অন্যতম ভালোলাগার বিষয় ছিলো বর্ণিল ফুল, লতা-পাতা
সুইমিং পুলটির অবস্থানজনিত সৌন্দর্য্য চোখজুড়ানো
প্রিয়জনের সাথে নিভৃতে আড্ডা দেবার অনন্য স্থান