কিছুক্ষন আগে টিভিতে দেখলাম প্রধানমন্ত্রী অবশেষে কোটা প্রথা নিয়ে মুখ খুলেছেন।
তিনি বলেন “কোটা প্রথা নিয়ে আন্দোলনের নামে যারা ভাঙচুর করছে তাদের ছবি সংগ্রহ করে রাখা হবে। ছবি দেখে পরীক্ষার সময় তাদের শনাক্ত করে ডিসকোয়ালিফাই করা হবে।”
“যারা আন্দোলনের নামে ভাঙচুর করে তারা কিসের মেধাবী” প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী বলেন, “মেধাবীরা এ ধরনের কাজ করতে পারে না।”
“যারা ভাঙচুর করেছে তারা কখনোই চাকরি পাবে না” বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরো বলেন এরা বিসিএস দিয়ে এডমিশনে গেলেও ভাংচুর করবে।
মাননীয় প্রধানমন্ত্রী আপনার অসীম জ্ঞ্যান। বিসিএস দিয়ে কিভাবে এডমিশনে যায় ব্যাপারটা বুঝলাম না।
আপনার কাছে কিছু প্রশ্নঃ
১। সব চাকরি কি গোপালগঞ্জের লোকদের জন্য ?
২। সরকারী চাকুরী ছাত্রলীগ পাবে। ওরা পেলেই তো হয় তাই না।
৩। সরকারী চাকুরী কি আপনার বাবার সম্পত্তি?
৪।কোটার প্রতি আপনার এতো দরদ কেনো আপনি নিজে আপনার বাবার কোটাতে রাজনীতি করেন বলে।
১. ১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৪ ০