ঢাকা শহরের টুরিস্ট স্পটগুলো নিয়ে একটি সিকোয়েন্স শুরু করেছিলাম। কিন্তু মাঝ পথে বন্ধ আর অনেকদিন সময় হয়নি। ভাবছি আবার শুরু করি। আজকে চলুন আহসান মঞ্জিলের কিছু ছবি দেখি।
জমিদার শেখ ইনায়েত উল্লাহ অস্টাদশ শতাব্দীর মাঝামাঝি (বর্তমান আহসান মঞ্জিল) প্রমোদভবন নামে একটি রঙ্গমহল তৈরি করেন।
ইনায়েত উল্লাহর মৃত্যুর ফরাসিরা এই প্রমোদ ভবনটি তাদের বাণিজ্য কুঠির হিসেবে ব্যবহার করে
১৮৩০ খ্রিস্টাব্দে খাজা আলিমুল্লাহ ফরাসিদের কাছ থেকে ভবনটি ক্রয় করেন এবং বসবাস শুরু করেন।
১৮৭২ খ্রিস্টাব্দে নওয়াব আবদুল গণি পুরো ভবনটিকে পুনঃনির্মাণ করেন এবং তার পুত্র খাজা আহসান উল্লাহর নামানুসারে ভবনটির নাম করেন আহসান মঞ্জিল।
১৯৭৪ সালে ঢাকা জাদুঘর এবং পর্যটন করপোরেশনকে যৌথভাবে এটিকে স্মৃতি জাদুঘর করার পরিকল্পনা করা হয়।
১৯৯২ সালের ২০ সেপ্টেম্বরআহসান মঞ্জিলকে ঢাকা জাতীয় জাদুঘরের শাখা হিসেবে উদ্বোধন করা হয়।
বুড়িগঙ্গা নদীর তীরে এই সুরম্য মঞ্জিল অবস্থিত
বিস্তারিত জানতে এখানে ঢু মারতে পারেন
