এসাইলাম। হায়রে এসাইলাম । এসাইলাম নষ্ট হয়ে যাবে যে!
শত ভাগের ক্ষেত্রে বিষয়টা সত্য না হলেও যারা এসাইলাম খুজে, টাদের জন্য খুবই সত্য! যে সব দেশ এসাইলাম ডেয় সেগুলোতে সাধারণত মৃ্ত্যুদন্ড নেই।
কথার ফেনায় ভাষা মানবাধিকারবাদীর সাথে নারীবাদীদের বেশ মিল পাওয়া যায় । তসলিমা কি কোন দিন পারবে ধর্ষকের মৃত্যুদন্ড চাইতে ??
পারবে কথার ফেনা উঠিয়ে বইয়ের ব্যবসা করতে। আর রাজনীতিবিদ ? এরাও তো কাছাকাছি! বক্তৃতা মন্চ কাপাবে, কিন্তু ধর্ষণ প্রতিবোধে, যৌন নীপিড়ণ রোধে কোন কাজের আইন বানাবে না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


