ছবি ০১: নাম> অপরাজেয় বাংলা। ভাস্কর> মৈয়দ আব্দুল্লাহ খালিদ। অবস্থান> ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে।
বিস্মৃতিপ্রবণ জাতি হিসেবে ভুলে যাওয়াই আমাদের প্রধান প্রবণতা। আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি আমাদের ভুলে যাওয়ার কাছে খুবই নিরাপত্তাহীন। তাই আসুন একটু স্মৃতি-বিচরণ করি, যদি হারিয়ে যায়...!
তথ্য অপূর্ণতাগুলো কেই মন্তব্যে পূর্ণ করে দিলে কৃতজ্ঞ হবো।
ছবি: রণদীপম বসু। (নকিয়া ৬১২০সি ২মে:পি: মোবাইল ক্যামেরায় ধারণকৃত)
ছবি ০২: নাম> 'মোদের গরব'। ভাস্কর্য মডেল> অখিল পাল। ভাস্কর্য নির্মাতা> শিল্পী গোপাল চন্দ্র পাল। অবস্থান> বাংলা একাডেমী চত্বর,ঢাকা।
ছবি ০৩: নাম> স্বোপার্জিত স্বাধীনতা। ভাস্কর> শামীম শিকদার। অবস্থান> টিএসসি সড়কদ্বীপ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ছবি ০৪: নাম> রাজু ভাস্কর্য। ভাস্কর> ...। অবস্থান> টিএসসি সড়কদ্বীপ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ছবি ০৫: নাম> ...। ভাস্কর> শামীম শিকদার। অবস্থান> ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা (উদয়ন স্কুলের নিকটবর্তী)।
ছবি ০৬: নাম> শহীদ নূর হোসেন (সম্ভাব্য)। অবস্থান> ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা (উদয়ন স্কুলের নিকটবর্তী)।
ছবি ০৭-০৮: নাম> শহীদ তালিকা। ভাস্কর>... অবস্থান> ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।
ছবি ০৯: নাম> শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধ। নক্সা নির্মাণ> স্থপতি মোস্তফা হারুণ কুদ্দুস। নির্মাণ সাল> ১৯৭২। উদ্বোধন> জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২২ ডিসেম্বর ১৯৭২। অবস্থান> মিরপুর, ঢাকা।