জলের অক্ষরে
আমরা যা দেখছি, আসলে কি দেখছি ?
চোখের ফোকাসে নেয়া
অবিরাম ফ্লাশ-শটে
চলমান ইমেজের স্থিতিকে কি দেখা বলে ?
অদেখার অন্ধকার হাতড়ে ছুঁয়ে ছুঁয়ে অনুভব,
সময়ের টুপটাপ গলন্ত ক্ষরণ কিংবা
অনর্গল মুছে যাওয়া জলের অক্ষরের ফাঁকে
জুড়ে বসা মাত্রাহীন বোধ,
এগুলো দেখবে না কেউ।
নির্দোষ স্পন্দন পেতে হৃদপিণ্ডের দেয়ালে গায়ে
কতো কতো কাটাছেঁড়া !
আমরা তো আবর্তনই দেখি, স্পন্দন দেখি না।
দেখি বলে দেখছি যা-
আসলে কি দেখছি কিছুই ?
চোখের অগম্য নগরে যে হানা দেবে হালাকু-চেঙ্গিস,
কতকাল পরে তা ইতিহাস হবে ?
তখন তো সে নগর নেই আর -
শুধুই ধ্বংসস্তুপ !
(২৪/০৪/২০০৮)

আলোচিত ব্লগ
২০০৮- ২০২৪, হাসিনা ভারতের জনম জনমের ঋণের কিছুটা শোধ করেছেন মাত্র
২০০৮- ২০২৪, হাসিনা ভারতের জনম জনমের ঋণের কিছুটা শোধ করেছেন মাত্র
১৯৭৫ সালের ১৫ আগস্টের... ...বাকিটুকু পড়ুন
শিক্ষকদের দ্বৈত চরিত্র এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা!
বাংলাদেশে শিক্ষার মান নিয়ে সবার মুখে নানা রকম কথা শোনা যায় । কেউ কেউ বলছেন দেশের শিক্ষা ব্যবস্থা উন্নতি হচ্ছে , কেউ বলে দিন দিন তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। এপিআই প্ল্যান্ট
ওষুধে দুটো উপাদান থাকে। ওষুধের যে রাসায়নিক উপাদানটি মূলত রোগ সাড়ানোর কাজ করে, সেটিকে বলে এপিআই। দ্বিতীয় উপাদানটিকে সহকারি উপাদান বলে, যেমন— স্টার্চ, রং বা ফ্লেভার।
এপিআইয়ের... ...বাকিটুকু পড়ুন
পাকিস্তান আর চালাক হলো না!
ওরা আগেও বলদ ছিলো, এখনও আছে। এই বক্তব্যর পর ভারত এখন আরও জোর গলায় বলবে যে কাশ্মীরের সাম্প্রতিক হামলা পাকিস্তানের ইন্ধনেই হয়েছে এবং ফুল ফোর্স নিয়ে স্ট্রাইকে গিয়ে কাশ্মীরকে... ...বাকিটুকু পড়ুন
ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধলে বাংলাদেশের কি করণীয় ?
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বাংলাদেশের নাগরিকদের মধ্যে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলিম হওয়ায় এবং ভারত বিদ্বেষী(যৌক্তিক কারণ আছে) হওয়ায় এই ঘটনাকে সাম্প্রতিক সময়ে ভারতে মুসলিমদের উপর নির্যাতন থেকে... ...বাকিটুকু পড়ুন